৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, ‘সন্ত্রাসী কাজ’ বললেন ট্রাম্প

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘সন্ত্রাসী কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ওয়াশিংটনের ১৭তম ও ১ নম্বর রাস্তার কোণে গুলি ছোড়ে এক হামলাকারী। ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্য সেখানে নিয়মিত ‘হাই-ভিজিবিলিটি পেট্রল’ পরিচালনা করছিলেন। হামলাকারীও পাল্টা গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই আটক হন। এফবিআই এবং স্থানীয় পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে।

ঘটনার সময় ট্রাম্প তার ফ্লোরিডার রিজোর্টে ছিলেন। এ ঘটনার পর আগে ধারণ করা এক ভিডিও বিবৃতিতে ট্রাম্প ঘটনাটিকে ‘খারাপ কাজ, ঘৃণার ও সন্ত্রাসী কাজ’ বলে জানান। তিনি অভিযোগ করেন, ২০২১ সালের সেপ্টেম্বরে সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে এনেছিল বাইডেন প্রশাসন।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত, সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি। তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন।’

এদিকে, এই ঘটনার পর ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) আফগান নাগরিকদের সব অভিবাসন অনুরোধ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এক্সে দেওয়া তাদের বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। ট্রাম্পও বাইডেন আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগানদের পুনঃযাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারল ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, দুই আহত সেনার অবস্থা অত্যন্ত গুরুতর। কর্মকর্তারা বলছেন, হামলাকারী একাই গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিচয় গোপন রাখার শর্তে ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম রহমানুল্লাহ লাকানওয়াল (২৯)। আফগানিস্তানের এই নাগরিক ২০২১ সালে বাইডেন আমলের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’-এর অধীনে যুক্তরাষ্ট্রে আসেন।

ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে আসার পর ২০২৪ সালের ডিসেম্বরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসনের সময় তা অনুমোদন পান। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না।

ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আগে থেকেই প্রায় ২ হাজার ২০০ গার্ড সদস্য শহরে দায়িত্ব পালন করছেন।

মেয়র ম্যুরিয়েল বাউজার বলেন, এটি স্পষ্টতই একটি পরিকল্পিত হামলা। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে লেখা পোস্টে দাবি করেছেন, এই হামলা প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি যৌক্তিক ছিল এবং যাদের দেশে থাকার অধিকার নেই, তাদের বহিষ্কারে প্রচেষ্টা বাড়াতে হবে। হোয়াইট হাউসের কাছে গুলিতে আহত ২ ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি স্থানে বন্দুকধারীর গুলিতে আহত ন্যাশনাল গার্ডের দুই সদস্যের একজন মারা গেছেন। এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি জানান, গুলিবিদ্ধ ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম মারা গেছেন। ২৪ বছর বয়সী আরেক সদস্য অ্যান্ড্রু উলফের অবস্থা এখনো সংকটজনক। ট্রাম্প বলেন, ‘তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।’

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ওয়াশিংটন ডিসির ডাউনটাউনের ফ্যারাগাট স্কয়ারের কাছে কাছ থেকে গুলি করা হয় তাদের। এ ঘটনায় আফগানিস্তান থেকে আসা রহমানুল্লাহ লাকানওয়াল নামে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে মার্কিন সেনা সদস্যদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বেকস্ট্রমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ওয়েস্ট ভার্জিনিয়ার সারা বেকস্ট্রম খুবই সম্মানিত-অসাধারণ এক মানুষ ছিলেন… একটু আগেই তিনি চলে গেলেন। তিনি আর আমাদের মধ্যে নেই। পরে ট্রাম্প বেকস্ট্রমের বাবা-মায়ের সঙ্গে কথাও বলেন। সিবিএস নিউজকে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

সারাহ বেকস্ট্রম ২০২৩ সালের ২৬ জুন সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার আর্মি ন্যাশনাল গার্ডের ৮৬৩তম মিলিটারি পুলিশ কোম্পানির ১১১তম ইঞ্জিনিয়ার ব্রিগেডে নিয়োগ পান। গোলাগুলির পরে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ফক্স নিউজকে বলেন, সারা থ্যাঙ্কসগিভিং উপলক্ষে জাতীয় রাজধানীতে স্বেচ্ছায় কাজ করার জন্য এগিয়ে এসেছিলেন।

ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস বলেন, সারাহ বেকস্ট্রমের মৃত্যুর খবর পেয়ে তিনি ‘সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন।’ ন্যাশনাল গার্ডের ওপর গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তানে সিআইএর সঙ্গে কাজ করতেন। ন্যাশনাল গার্ডের সৈন্যরা রিজার্ভ সদস্য, যাদের সৈন্য হিসেবে সক্রিয় করা যায়। তবে তাদের ক্ষমতা সীমিত, কারণ তারা আইন প্রয়োগ বা গ্রেপ্তার করতে পারে না

গোলাগুলির স্থানটি হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক ব্লক দূরে হওয়ায় বহু আইন-প্রয়োগকারী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দুইজন আহতকে চিকিৎসা দিতে ও বন্দুকধারীকে ধরতে কাজ শুরু করেন।আইন-প্রয়োগকারী সংস্থার সূত্র সিবিএস নিউজকে জানায়, গ্রেপ্তারের সময় সন্দেহভাজনকে চারবার গুলি করা হয়। কর্তৃপক্ষ জানায়, লাকানওয়াল ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন