নিউইয়র্ক     সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ অভিবাসীরা অন্তত দুই বছরের আবাসনের প্রমাণ দিতে না পারলে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত বহিস্কারযোগ্য

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:০৭ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
অবৈধ অভিবাসীরা অন্তত দুই বছরের আবাসনের প্রমাণ দিতে না পারলে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত বহিস্কারযোগ্য

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর ক্ষমতা বাড়ানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। নতুন ক্ষমতাবলে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের অপসারণ করতে পারে যদি তারা অন্তত দুই বছরের আবাসনের প্রমাণ দিতে না পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, সন্ধ্যা ৬:০০ থেকে কার্যকর হবে।” নতুন বিজ্ঞপ্তিটি গত ২১ মার্চ ২০২২ সালে বাইডেন প্রশাসনের একই বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিকে বাতিল করেছে।

এক্সপেডাইটেড রিমুভাল (দ্রুত অপসারণ) হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট কোনো অভিবাসন বিচারকের সামনে শুনানি ছাড়াই ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দিতে পারে। সাধারণত, এটি নিম্নলিখিত পরিস্থিতিতে প্রয়োগ করা হয়:

১. অভিবাসন বিচারকের দ্বারা জারি করা বহিষ্কার আদেশ থাকা ব্যক্তিদের অপসারণের জন্য।

২. যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা এবং অননুমোদিত হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জন্য।

৩. সীমান্ত এলাকায় অনুপ্রবেশের পর অল্প সময়ের মধ্যে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের জন্য।

৪. সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে পৌঁছানো ব্যক্তিদের জন্য।

অবশ্য এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) ওয়াশিংটন, ডিসি’র মার্কিন জেলা আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলাটিতে দাবি করা হয়েছে যে, নতুন বিজ্ঞপ্তিটি মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীতে বর্ণিত যথাযথ আইনি প্রক্রিয়া (Due Process) লঙ্ঘন করছে, অভিবাসন ও জাতীয়তা আইন (INA) এবং প্রশাসনিক পদ্ধতি আইন (APA)-এর বিরোধী।

সমালোচকরা সতর্ক করেছেন যে, এই সিদ্ধান্তের ফলে কিছু মার্কিন নাগরিকও ভুলবশত অপসারণের ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়া, যারা এখনও আশ্রয়ের জন্য আবেদন করেননি কিন্তু নিজ দেশে নিপীড়নের আশঙ্কা করছেন, এবং বিচারকের সামনে তাদের অনুপস্থিতিতে (in absentia) বহিষ্কার আদেশপ্রাপ্ত ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।

শেয়ার করুন