নিউইয়র্ক     রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ০৬:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য তিনি ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার (০২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা বিধানসভায় দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একসময়ে এই আহ্বান জানালেন যার মাত্র কয়েক দিন আগেই, বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক এক পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে।

অবশ্য তার আগে থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। বিশেষ করে গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং সরকার পতনের পর থেকে। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে এগিয়েছে।

শেয়ার করুন