নিউইয়র্ক     শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার কারণেই ফরাসিদের জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না বললো হোয়াইট হাউস

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ০৩:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ০৩:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
আমেরিকার কারণেই ফরাসিদের জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না বললো হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ দেওয়া ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফিলিয়ে দিতে বলেছেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি আইনপ্রনেতা রাফায়েল গ্লাকসম্যান। এ আহ্বানের তীব্র বিরোধিতা করেছে হোয়াইট হাউস।ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ১৪০ বছর আগে ভাস্কর্যটি মার্কিন জনগণকে উপহার দেওয়া হয়। এটির মূল উচ্চতা ১৫১ ফুট, বেদিসহ ৩০৫ ফুট। পরবর্তীতে এটি ইউরোপ-আমেরিকার গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।

ফরাসি পার্লামেন্ট সদস্যের যুক্তি, ভাস্কর্যটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, আমেরিকা এখন তা ধারণ করে না। তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত। ফ্রান্সের আইনপ্রনেতার এমন আহ্বানের পর হোয়াইট হাউস এর তীব্র বিরোধিতা করেছে। একটিকে ফিরিয়ে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।

এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, অজ্ঞাতনামা নিম্ন-স্তরের ফরাসি রাজনীতিবিদকে আমার পরামর্শ, তাদের মনে করিয়ে দেওয়া – শুধুমাত্র আমেরিকার কারণেই ফরাসিদের এখন জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না।

ক্যারোলিন লিভিট উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সমর্থনের জন্য ফ্রান্সের এখনো কৃতজ্ঞ থাকা উচিত।

 

শেয়ার করুন