নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক 

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক 

যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় এবং যেকোনো হামলার জন্য যেন জড়িতদের দায়বদ্ধ করা হয়।

গত ৭ নভেম্বর ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সাথে আলোচনায় পরিষ্কারভাবে বলেছি, ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই আমরা।’

মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো জায়গায় তাদের অবস্থানের ক্ষেত্রেও এটা একই।

এদিকে, উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আবারো বাংলাদেশ সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়ার এবং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, তারা লক্ষ্য করেছেন যে সম্প্রতি চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। এর ফলে সম্প্রদায়ে আরো উত্তেজনা তৈরির দিকে ঠেলে দিচ্ছে। সূত্র : ইউএনবি

শেয়ার করুন