আমেরিকার লস এঞ্জেলেসের হলিউড পার্কে অনুষ্ঠিত হলো ‘কালি হোটেল অ্যান্ড রুফটপ’-এর টপিং আউট সেরিমনি। স্বনামখ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ড. কালি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে নির্মিতব্য আধুনিক স্থাপত্যশৈলীর এই ‘কালি হোটেল অ্যান্ড রুফটপ, অটোগ্রাফ কালেকশন-এর টপিং আউট সেরিমনি হয়ে উঠেছিল এক ঐতিহাসিক মুহূর্ত।
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সোফাই স্টেডিয়ামের পাশে ৩৫০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন বিলাসবহুল এই হোটেলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কৃতী উদ্যোক্তা ড. কালি প্রদীপ চৌধুরী, যিনি কেপিসি ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৫০ মিলিয়ন ইউএস ডলারের এই কালি হোটেলের নির্মাণকাজ ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। র্যামস-এর মালিক স্ট্যান ক্রোনকে তার বিশাল হলিউড পার্ক উন্নয়ন প্রকল্পে এগিয়ে যাচ্ছেন।বিশিষ্ট উদ্যোক্তা ড. কালি প্রদীপ চৌধুরী একটি স্বপ্নের প্রকল্প অনুসরণ করছেন, যেখানে তিনি ক্যালিফোর্নিয়ার ভেতরে একটি শহর নির্মাণ করতে চান, যার নাম দিতে চান ‘কালিফোর্নিয়া’- তাঁর নামের সাথে মিলিয়ে ‘ক’ অক্ষর দিয়ে বানান। যুক্তরাষ্ট্রের বাইরে, তিনি তাঁর প্রিয় মাতৃভ, মি বাংলাদেশে ৩৯ বারেরও বেশি সফর করেছেন রাজধানী ঢাকার পূর্বাচলে ১৪২ তলাবিশিষ্ট একটি আকাশচুম্বী ভবন গড়ে তুলতে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতাসহ বিভিন্ন কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছে। ড. কালি প্রদীপ চৌধুরী তবুও আশা প্রকাশ করেছেন যে, সরকার যদি অনুমতি দেয়, তিনি জীবদ্দশায় এই ল্যান্ডমার্ক টাওয়ারটি সম্পন্ন করতে চান।
গত ১০ সেপ্টেম্বর এই প্রকল্পের অগ্রগতিকে চিহ্নিত করে ‘কালি হোটেল অ্যান্ড রুফটপ, অটোগ্রাফ কালেকশন’ টপিং আউট সেরিমনি অ্যাট হলিউড পার্ক আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রোনকে হোল্ডিংসের প্রেসিডেন্ট অটো মালি; ইঙ্গলউড শহরের মেয়র জেমস টি. বাটস; ক্লেকো’র প্রেসিডেন্ট ও শেয়ারহোল্ডার রায়ান ম্যাকগুইর এবং কেপিসি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. কালি প্রদীপ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘এবিসি৭ আইওয়িটনেস নিউজ’-এর জেনারেল অ্যাসাইনমেন্ট রিপোর্টার অ্যাশলে ম্যাকি।
৩০০ কক্ষবিশিষ্ট কালি হোটেল অ্যান্ড রুফটপ, অটোগ্রাফ কালেকশন ক্রোনকের হলিউড পার্ক মাস্টার প্ল্যানের একমাত্র হোটেল প্রকল্প। ডেভেলপাররা আশা করছেন, এটি হবে ভিজিটিং ফুটবল ও বাস্কেটবল টিম এবং তাদের ভক্তদের থাকার অন্যতম পছন্দের স্থান। নির্মাতারা সম্প্রতি ১৩ তলা ভবনের সর্বোচ্চ বিম স্থাপন করেছেন, যা ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বাড়তি শুল্ক এবং শ্রম ঘাটতির কারণে অনেক ডেভেলপার সমস্যায় পড়েছেন, আংশিকভাবে অভিবাসন নীতির পরিবর্তনের কারণে। তবে ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’ জানিয়েছে, কেপিসি আগেভাগে জানালা, লিফটের যন্ত্রাংশ এবং অন্যান্য আমদানিকৃত নির্মাণ সামগ্রীর শুল্ক প্রদান করে রেখেছিল যাতে কোনো বিলম্ব না হয়।
অফিসিয়ালি এই হোটেলের নাম ‘কালি হোটেল অ্যান্ড রুফটপ, অটোগ্রাফ কালেকশন’। এটি ম্যারিয়টের অটোগ্রাফ কালেকশনের অংশ হবে, যেখানে মালিকরা হোটেল কাস্টমাইজ করতে পারবেন; কিন্তু ব্র্যান্ডের সুবিধা পাবেন। হোটেলটির নামকরণ করা হয়েছে এর ডেভেলপার ড. কালি প্রদীপ চৌধুরীর নামে। এটি আমেরিকায় কেপিসি ডেভেলপমেন্টের প্রথম হোটেল প্রকল্প। কালি হোটেল অ্যান্ড রুফটপ স্টেডিয়াম ড্রাইভে গড়ে উঠছে, যা ৭০ হাজার আসনের সোফাই স্টেডিয়ামের বিপরীতে কৃত্রিম লেকের পাশে অবস্থিত। এর প্রধান অবস্থান ইউটিউব থিয়েটার এবং নতুন খোলা ইন্টুইট ডোমের কাছাকাছি হওয়ায় এটি ক্রীড়া ও বিনোদনপ্রেমীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হবে। ভেতরে থাকছে ৩৪টি সুইট, যার আকার
৬০০ থেকে ১২০০ বর্গফুট পর্যন্ত এবং কিছু সুইটে থাকবে ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুবিধা, যেমন ১১ ফুট উচ্চতায় স্থাপিত শাওয়ার হেড। সুবিধার মধ্যে থাকছে রুফটপ বার অ্যান্ড রেস্টুরেন্ট, যা থেকে সোফাই স্টেডিয়াম, ইন্টুইট ডোম এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর -এর মনোরম দৃশ্য দেখা যাবে; তিনটি ডাইনিং ভেন্যু, একটি সুইমিং পুল, ইয়োগা টেরেস, স্পা, ফিটনেস সেন্টার, বলরুম এবং বিভিন্ন মিটিং স্পেস। দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা কিংবদন্তি জকি বিল শুমেকার এবং বিখ্যাত রেসহর্স সোয়াপসের ব্রোঞ্জ ভাস্কর্য এই হোটেলে স্থাপন করা হবে, যা একসময় পুরনো রেসট্র্যাকে দর্শনার্থীদের স্বাগত জানাতো। কালি হোটেল অ্যান্ড রুফটপ ২০২৬ ফিফা বিশ্বকাপ, ২০২৭ সালের সুপার বোল এবং ২০২৮ অলিম্পিকের মতো বৈশ্বিক ইভেন্টে আগত অতিথিদের জন্য প্রস্তুত থাকবে।
কেপিসি’র মালিকানায় রয়েছে এবং এটি পরিচালনা করে ৫০ লাখ বর্গফুটেরও বেশি বাণিজ্যিক স্থাপনা, ১৮,০০০ একর বিস্তীর্ণ ভ,মি, হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজের একটি সমৃদ্ধ শৃঙ্খল, ওয়াইনরি, রিসোর্ট, শরীরচর্চা কেন্দ্র, আইটি হাব এবং আধুনিক বায়োটেক উদ্যোগ। কালি হোটেল অ্যান্ড রুফটপ, অটোগ্রাফ কালেকশন পরিচালনা করবে ভার্জিনিয়াভিত্তিক ‘ক্রিসেন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস’, যারা মালিকদের পক্ষে হোটেল ব্যবস্থাপনা করে। ডিজাইন করেছে ‘ল্যামার জনসন কলাবোরেটিভ’ এবং নির্মাণ করছে ‘ক্লেকো’। এটি যুক্তরাষ্ট্রে কেপিসি’র আতিথেয়তা খাতে প্রথম প্রকল্প, যেখানে ভবিষ্যতে আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
‘লস অ্যাঞ্জেলেস টাইমস’-এর তথ্য অনুযায়ী, স্ট্যান ক্রোনকে প্রায় ৩০০ একর জায়গা নিয়ন্ত্রণ করছেন, যা আগে ছিল ঘোড়দৌড় ট্র্যাক। পুরো প্রকল্পটি সম্পন্ন হলে এটি ডিজনিল্যান্ডের আকারের সাড়ে তিন গুণ হবে, যা পশ্চিম আমেরিকায় চলমান সবচেয়ে বড় নগর মিশ্র-ব্যবহারের উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচিত হবে।