আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির নির্বাচনে চুড়ান্ত ভোটার ১৮ হাজার ৬১৩, আপত্তির কারণে ৩০৭ জন বাদ দেওয়া হয়েছে । গত বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অফ ট্রাষ্টির যৌথসভায় ভোটার তালিকা সংশোধন করা হয়। ভোটার হওয়ার নির্দিষ্ট সময়সীমা ৩০ জুন ২০২৪ অতিবাহিত হওয়ার পরও প্রথম দফায় ২৮২ জন ও পরবর্তীতে আরো ৩০৭জনকে ভাোটার তালিকাভুক্ত করা হয়েছে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় প্রতিদ্বন্ধী সেলিম আলী প্যানেলের পক্ষ থেকে। বিষয়টি নিষ্পত্তির জন্যই ২৬ সেপ্টেম্বর যৗেথ বৈঠক আহবান করা হয়। আলাপ আলোচনার ভিত্তিতে টেকনিক্যাল কারণে ২৮২ জনের নাম ভোটার তালিকায় রাখা হলেও ৩০৭ জনের নাম বাদ দেওয়া হয়।
ফলে এবার সোসাইটির চুড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়ায় ১৮ হাজার ৬১৩ জন। এদের মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য কেন্দ্রগুলোর নাম ও স্থান নির্বাচন কমিশন যথাসময়ে জানানো হবে । নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্যানেল হচ্ছে সেলিম-আলী প্যানেল ও ‘রুহুল-জাহিদ’ প্যানেল।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন: আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।