নিউইয়র্ক     রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা সেই কলা ক্রেতার পেটে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ১১:২২ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ | ১১:২২ অপরাহ্ণ

ফলো করুন-
৬ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা সেই কলা ক্রেতার পেটে

৬ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা সম্ভবত বিশ্বের সবচেয়ে দামি ফলে পরিণতভাইরাল কলাটি খেয়ে ফেলেছেন চীনা বংশোদ্ভূত ক্রেতা জাস্টিন সান। শুক্রবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এই কলা শিল্পকর্মটির ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক, নাম ‘কমেডিয়ান’। এই শিল্পের স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হবে।

নিলামে বিজয়ীকে শিল্পকর্মের মালিকানার প্রামাণিকতার সনদ এবং কলা পচে গেলে তা বদলে দেওয়ার (যদি বদলাতে চান) নির্দেশিকা দেওয়া হয়েছে।

মাত্র পাঁচ মিনিটের নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন।

বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকর্মের বাজারে মন্দা থাকলেও ধনীরা যে চমকপ্রদ জিনিসের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করবেন, তার ইঙ্গিত এই নিলাম।

গত সপ্তাহে নিলামের মাধ্যমে ধূসর রঙের স্কচটেপ লাগানো এই ‘শিল্পকর্ম কলাটি’ কিনেছিলেন জাস্টিন সান। তখনই তিনি বলেছিলেন কলাটি খেয়ে ফেলবেন। অবশেষে হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেলেন তিনি।

কলাটি খেয়ে জাস্টিন সান বলেছেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এই কলাটি কেনা হয়েছিল নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে এক বাংলাদেশীর ফ্রুট এন্ড ভেজিটেবল স্ট্যান্ড থেকে।

মূল শিল্পকর্মটি মিয়ামির একটি দোকান থেকে কেনা কলা দিয়ে তৈরি হয়েছিল। তবে শিল্পীর নির্দেশনা অনুযায়ী এটি প্রতিস্থাপনযোগ্য। শিল্পপ্রেমীদের কাছে শিল্পের চিরাচরিত মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলে দেয় ‘কমেডিয়ান’। এর পক্ষে-বিপক্ষে ওঠে আলোচনার ঝড়।

শেয়ার করুন