নিউইয়র্ক     বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের গুলি খাওয়ার ছবিযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে চীনে!

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ০৩:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ০৩:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের গুলি খাওয়ার ছবিযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে চীনে!

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে পেনসিলভানিয়ায় আয়োজিত এক জনসভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনার ঘণ্টা দু’য়েকের মধ্যেই চীনা অনলাইন ব্যবসায়ীরা ওই ঘটনার ছবি সংবলিত স্যুভেনির টি-শার্ট বিক্রি শুরু করেছেন এবং তা তুমুল জনপ্রিয়ও হয়েছে।

এক বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছেন, তারা গুলির ঘটনার কথা জানার পরপরই তাওবাওতে টি-শার্টটা আনেন। এবং সেটি প্রিন্ট করার আগেই চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে আসে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।

লি আরও জানান, ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এত দ্রুত উৎপাদন এবং বিক্রি উপযোগী করা সম্ভব হয়েছে। এর ফলে খুব দ্রুত টি-শার্টগুলো বিক্রি শুরু করতে পেরেছেন তারা।

ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে এ চাহিদা আরও দ্রুত বেড়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, টিশার্ট কারখানাগুলো ওই হামলার পর ট্রাম্পের ছবি ডাউনলোড করে তাদের ডিজিটাল প্রিন্টিং ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত পণ্য উৎপাদন করে যাচ্ছে।

মার্কিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের ওপর এ হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস নামের ট্রাম্পের দলেরই এক সমর্থক। হামলার পর ট্রাম্পের এক কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এসময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি। গুরুতর আহত হন আরও দুইজন।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে একটি এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

শেয়ার করুন