নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক সাবেত সাথী ও তাঁর সহযোগী কৌশলী ইমার বিরুদ্ধে কুইন্স সুপ্রীম কোর্টে মানহানির মামলার নোটিশ শাহ নেওয়াজ ও রানো নেওয়াজের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সাংবাদিক সাবেত সাথী ও তাঁর সহযোগী কৌশলী ইমার বিরুদ্ধে কুইন্স সুপ্রীম কোর্টে মানহানির মামলার নোটিশ শাহ নেওয়াজ ও রানো নেওয়াজের

সাংবাদিক পরচয়ে সাবেত সাথী ও তাঁর সহযোগী কৌশলী ইমা কর্তৃক সোশ্যাল এবং অনলাইন মিডিয়াসহ অন্যান্য মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে মানহানি ও আর্থিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ করার অভিযে্াগে তাদের বিরুদ্ধে কুইন্স সুপ্রীম কোর্টে মানহানির মামলা দায়ের করেছেন কম্যুনিটির বিশিষ্ট ব্যবসায়ী গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল এর সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ ও রানো আমেনা নেওয়াজ।

এ বিষয় আদালতের জারী করা সমন সাবেত সাথী ও তাঁর সহযোগী কৌশলী ইমার কাছে পৌছানো হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছে আদালতের নথিপত্রে। জনাব শাহ নেওয়াজ ও রানো আমেনা নেওয়াজ আদালতের কাছে জুরী ট্রায়ালের আবেদন করেছেন।

আদালতে প্রদত্ত অভিযােগে বলা হয়েছে, শাহ নেওয়াজ ও রানো আমেনা নেওয়াজ সাবেত সাথী ও কৌশলী ইমাকে ১৫০ এলভ্রি স্ট্রীট, মাঞ্চেষ্টার, কানেকটিকাট ঠিকানায় অবস্থিত বাড়ীটি ক্রয়ে বেশ কিছু অর্থ দলিলের মাধ্যমে ঋণ হিসেবে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করা না হলে উক্ত প্রোপার্টির ইকুইটির অংশীদার হবেন শাহ নেওয়াজ ও রানো আমেনা নেওয়াজ। অভিযুক্ত সাবেত সাথী ও তার সহযোগী এমা ঋণ পরিশোধে দায় এড়াতেই কম্যুনিটিতে শাহ সেওয়াজ ও রানো নেওয়াজ এর বিরুদ্ধে সোশ্যাল ও অন্যান্য মিডিয়ায় মানহানিকর প্রচারণা চালিয়েছেন বলে আদালতের প্রদত্ত অভিযোগে শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ উল্লেখ করেছেন ।

শেয়ার করুন