নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সকল সার্ভিসের ফি এখন থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদান করা যাবে। গত ১৯ নভেম্বর মঙ্গলবার এ সেবা কার্যক্রম সংযুক্ত করে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ বিষয়টি জানানো হয়।
এতে আরো উল্লেখ করা হয় ক্রেডিট কার্ডে সার্ভিস ফি প্রদানে অতিরিক্ত ৩% ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে । এ ছাড়া নতুন ক্রেডিট কার্ড
সার্ভিসের সাথে আগের মানি অর্ডার-এর মাধ্যমেও ফি পরিশোধের ব্যবস্থাও অব্যাহত থাকবে। এতে করে নিজের সুবিধামতোভাবে কনসুলেটের সেবাগ্রহীতারা ফি প্রদান করতে পারবেন।