ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক সব দেশের নাগরিকদের জন্য রিটার্ন টিকিট বাধ্যতামূলক করেছে সৌদি কর্তৃপক্ষ। নতুন এই নিয়মটি এখন থেকে কার্যকর করা হয়েছে এবং এটি সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শুক্রবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে যারা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন, তাদের এখন ইমিগ্রেশন পার হতে হলে রিটার্ন টিকিট প্রদর্শন করতে হচ্ছে। যাত্রীদের কেউ টিকিট না দেখাতে পারলে বোর্ডিং পাসও দেওয়া হচ্ছে না।
নতুন নিয়মের লক্ষ্য হলো, ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে অতিরিক্ত সময় অবস্থান করা বা অননুমোদিতভাবে কর্মসংস্থানে জড়ানো রোধ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনা মেনে চলা সকল যাত্রীদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করতে কাজ করছে তারা।