নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকসন হাইটসে রাজধানী রেষ্টুরেন্টে কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪ | ০২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
জ্যাকসন হাইটসে রাজধানী রেষ্টুরেন্টে কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস

বাংলাদেশী খাবার খুবই পছন্দের কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডসের। গত বৃহস্পতিবার ৩১ অক্টোবর অপরাহ্নে ডনোভান রিচার্ডস সস্ত্রীক এসেছিলেন জ্যাকসন হাইটসে সদ্য চালু হওয়া বাংলাদেশী খাবারের জন্য জনপ্রিয় রাজধানী রেষ্টুরেন্টে। সাথে ছিলেন কম্যুনিটির পরিচিতমুখ কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার এটর্ণী মঈন চৌধুরী। রেষ্টুরেন্টের শেফ ও অন্যতম সত্তাধিকারী মো: ইলিয়াস তাঁকে স্কাগত জানান। কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস রাজধানী রেষ্টুরেন্টের খাবারের মান, সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করেন।

শেয়ার করুন