কানাডা-বাংলাদেশ সলিডারিটি’র আয়োজনে মন্ট্রিয়লের প্লাজা ডাউনটাউন হোটেলে আগস্ট ২৯-৩১ (২০২৫) তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম ফোবানা কনভেনশন।
এই ফোবানা কনভেনশনে মেধা প্রজ্ঞা আর অভিজ্ঞতা সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক আলোচনার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে সেমিনার।
আগস্টের ৩০ তারিখ শনিবার অপরাহ্ণ ২টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সেমিনার। অংশ নিবেন কানাডা আর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিকগণ, কানাডার সরকারি বেসরকারিখাতে কর্মরত অভিবাসী বাংলাদেশিগণ, কানাডায় বাংলা ভাষাভাষী আলোকিত ব্যক্তিগণ।
সেমিনার ব্যবস্থাপনা,সমন্বয় আর পরিচালনায় থাকছেন লেখক, বিতার্কিক, কলামিস্ট এবং অণুজীব বিষয়ে কানাডায় একটি বহুজাতিক কর্পোরেটে কর্মরত ডিরেক্টর টেকনিক্যাল সার্ভিস ড. শোয়েব সাঈদ।
সেমিনারের বাংলাদেশ আর কানাডার স্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে মোট চারটি কিনোট/মূল বক্তৃতার আয়োজন করা হয়েছে।
সাইবেরিয়া ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক,বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক, বিশিষ্ট কলামিস্ট ড. এন এন তরুণ চক্রবর্তী বক্তৃতা করবেন “অর্থনৈতিক জাতীয়তাবাদের যুগে কানাডা —আমেরিকা বাণিজ্য যুদ্ধ” শীর্ষক বিষয়ে। এই অধিবেশনে সভাপতি থাকছেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জন গলব্রেইথ।
কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশলে পিএইচডিরত তরুণ গবেষক, সাংস্কৃতিক এক্টিভিস্ট আযফার আদীব উপস্থাপন করবেন “প্রযুক্তি, পরিচয় ও প্রবাস: ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা” শীর্ষক বক্তৃতা। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মোলসন বিজনেজ স্কুলের হিসাব রক্ষণ বিভাগের অধ্যাপক ড. মজিদুল ইসলাম।
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ক্লাসিক্যাল স্টাডিস বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ ড. শুভ বসু উপস্থাপন করবেন “বৈশ্বিক রাজনীতির পরিবর্তন, জুলাই গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ”। এই সেশনে প্রিজাইডিং চেয়ার থাকছেন অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ের আইন এবং লিগ্যাল স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাসান।
কানাডা সরকারের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক ড. নাসিম সাঈদি বক্তৃতা করবেন “অভিবাসীর অর্থনীতি, অর্থনীতিতে অভিবাসী” শীর্ষক বিষয়ে। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন অর্থনীতিতে কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ এম আহসান।
এই সেমিনারের প্যানেল আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত থাকছেন একঝাঁক প্রজ্ঞাবান আলোকিত বাংলাদেশি/বাংলা ভাষাভাষী শিক্ষক, গবেষক, লেখক, সামাজিক সাংস্কৃতিক এক্টিভিস্ট। তাঁদের অন্যতম হচ্ছেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশন-বিবিএফ এর চেয়ারম্যান এবং সিইও অধ্যাপক মাসুদ এ খান, চট্টগ্রাম ভেটেনারি এবং এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আশিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.আবু সালেহ মোহাম্মদ সোয়াদ, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল রিসার্চ স্কলার এবং কালচারাল এক্টিভিস্ট সৈকত, কানাডা সরকারের পলিসি এনালিস্ট শরিফ হাসান, কানাডা সরকারের এনালিস্ট আকলিমা চমন, ম্যাকগিলের গবেষক আজনা ইসলাম, মণিপুরি সংস্কৃতি, ঐতিহ্য বিশেষজ্ঞ হামোম প্রমোদ, মণিপুরি সাহিত্য সংস্কৃতি এক্টিভিস্ট শেরাম রিপন। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে