সৌদি আরবে উমরাহ করার সময় নিউ ইয়র্ক প্রবাসী একজন মহিলা আকস্মিক হৃদযন্ত্রের কেিয়া বন্ধ হয়ে ২২ নভেম্বর মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে … রাজেউন) তাঁকে মক্কা নগরীতেই দাফণ করা হয়েছে বলে জানিয়েছেন জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্র্যাভেলস এর সেলিম হারুন।
তিনি গত ১৯ নভেম্বর কর্ণফুলী ট্র্যাভেলস এর আয়োজনে মহিলা উমরাহ টিমের সদস্য হয়ে সৌদি আরব গিয়েছিলেন। তাঁর স্বামী ও কন্যা নিউ ইয়র্কে বসবাসরত।