যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের প্রেস সেক্রেটারি আভি স্মলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কয়েক ঘন্টা পর অভি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।
সূত্র জানিয়েছে, গত ১৬ জুন গভর্নরের সব কর্মীদের অংশগ্রহণে একটি রিট্রিট বা কর্মশালার সময় এই অভিযোগের বিষয়টি জানাজানি হয়। অভিযোগটি গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জানানো হলে সঙ্গে সঙ্গেই আভি স্মলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
গভর্নর হোকুলের কমিউনিকেশনস ডিরেক্টর অ্যান্থনি হোগ্রেব এক বিবৃতিতে জানিয়েছেন, গভর্নর হোকুল নিউইয়র্ক ষ্টেটের কোনো কর্মীর অনিয়ম বা অপেশাদার আচরণের প্রতি সহনশীল নন। তিনি ষ্টেটের ইতিহাসে সবচেয়ে কঠোর কর্মস্থল সুরক্ষা এবং প্রশিক্ষণ নীতিমালা চালু করেছেন। আমরা চলমান তদন্ত নিয়ে মন্তব্য করতে পারি না, তবে অভিযোগ আসার পরপরই সংশ্লিষ্ট কর্মীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, পুরো বিষয়টি বর্তমানে বাইরের একটি আইন পরামর্শদাতা সংস্থার মাধ্যমে তদন্ত করা হচ্ছে।
লিঙ্কডইনে দেওয়া তথ্য অনুযায়ী, আভি স্মল ২০২৩ সালের জুলাই থেকে হোকুলের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ২০২১ সালে হোচুল গভর্নর হওয়ার পরপরই প্রথম ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান।