আমেরিকার ফ্যাশন দুনিয়ায় নতুনত্ব-বৈচিত্র ও চমক নিয়ে হাজির হচ্ছে New York Fashion House। যেখানে থাকবে বাংলাদেশ ও ভারতের এক ঝাঁক তারকার ডিজাইন করা পোশাক, প্রতি মাসে নতুন কালেকশন আর ধামাকা অফার। আগামী ১৫ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে যোগ দেবেন ঋতুপর্ণা সেনগুপ্তা, সঙ্গে থাকবেন মাহিয়া মাহি, মামুনুন ইমন, নীরব হোসেনসহ আরও অনেকে। পুরো আয়োজনের তত্ত্বাবধানে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। নিউইয়র্কের অন্যতম বৃহৎ গ্রুপ অব কোম্পানিজ আশা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করবে New York Fashion House।
ফ্যাশন শুধু পোশাকের নাম নয়, ফ্যাশন মানুষের ব্যক্তিত্বের প্রকাশ, আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। কে কেমনভাবে নিজেকে উপস্থাপন করছেন, তার মধ্যেই লুকিয়ে থাকে তার রুচি, তার স্বপ্ন আর তার পরিচয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে, ভিড়ের মাঝে নিজেকে আলাদা করে তুলতে, আর নিজের ভেতরের সৃজনশীলতাকে প্রকাশ করতে ফ্যাশনের বিকল্প নেই। আর সেই ফ্যাশনের অনন্য দুনিয়াতেই নতুন রঙ, নতুন অধ্যায় নিয়ে নিউইয়র্কে আত্মপ্রকাশ করতে যাচ্ছে- New York Fashion House। বাঙালির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে এবার শুরু হচ্ছে ফ্যাশনের আসল উৎসব।
প্রতি মাসে নতুন ডিজাইন, সাথে ধামাকা অফার, তারুণ্যের জন্য এক অনন্য গন্তব্য হয়ে উঠতে যাচ্ছে এই ফ্যাশন হাউস। রঙ, স্টাইল আর ট্রেন্ডের ঝলমলে মিলনমেলায় নিউইয়র্ক ফ্যাশন হাউসে থাকবে বাংলাদেশ ও ভারতের একঝাঁক তারকাদের নিজস্ব ডিজাইনের বাহারি পোশাক।
আগামী ১৫ই সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং। উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথি হিসেবে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। সঙ্গে থাকবেন মাহিয়া মাহি, মামুনুন ইমন, নীরব হোসেনসহ আরও একঝাঁক তারকা।
এই মহোৎসবের সার্বিক তত্ত্বাবধানে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, যার হাতের ছোঁয়ায় প্রতিটি পোশাক হয়ে উঠবে আধুনিক, স্টাইলিশ এবং একেবারে অনন্য।
নিউইয়র্ক ফ্যাশন হাউসের ঠিকানা, 72-28 Broadway, 2nd Floor, Jackson Heights, NY।
গ্ল্যামার, ঐতিহ্য আর আধুনিকতার মিলনেই জন্ম নিচ্ছে এক নতুন গল্প: New York Fashion House – Where Style Meets Elegance!