নিউইয়র্ক     বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় বিএনপির বর্ধিত সভায় নিউ ইয়র্ক প্রবাসী গিয়াস আহমেদের সরব উপস্থিতি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকায় বিএনপির বর্ধিত সভায় নিউ ইয়র্ক প্রবাসী গিয়াস আহমেদের সরব উপস্থিতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় যোগ দিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নিউ ইয়র্ক প্রবাসী গিয়াস আহমেদ। এর আগে ২০০৯ সালে তিনি জাতীয় কাউন্সিলে যোগ দেন কাউন্সিলর হিসাবে। সে সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও যোগ দিতে ঢাকা গেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ আবদুল লতিফ সম্রাট। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, সাধারণত দেশে বড় ধরনের পরিবর্তন বা গণঅভ্যুত্থান হওয়ার পর এই ধরনের সভা ডাকা হয়। তিনি মনে করেন গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বৈঠকের তাৎপর্য রয়েছে। তিনি একে এক ধরনের মুল্যায়ন সভা হিসাবে আখ্যায়িত করেন।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা আহবায়ক, সদস্য সচিব, থানা—উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা আহবায়ক ও সদস্যসচিববৃন্দ বর্ধিত সভায় যোগ দেন। এই র্বির্ধত সভায় পুরো দেশ এবং দেশের বাইরে থেকে আমন্ত্রিত হয়ে প্রায় সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেন বলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানান।

বিএনপির বর্ধিত সভায় দলের দুই শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিজ নিজ বক্তৃতায় বলেছেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আকাঙ্খা যখন প্রবল তখন অন্তর্র্বতী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে। তাদের মতে, কিছু কিছু ব্যক্তি—গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ আর নিজেদের ভাবনা তুলে ধরতে গিয়ে দলের তৃণম‚ল নেতারা বলেছেন, দল ও নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে; এ অবস্থায় ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখা প্রয়োজন।

তারা বলেছেন, ৫ আগস্ট ছাত্র—জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও বিএনপির বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবিলায় সজাগ থেকে গুটিকয়েক নেতাকর্মীর অপকর্ম রোধ করতে পরামর্শ তাদের। জামায়াতের বিষয়ে সজাগ দৃষ্টি রাখারও আহবান জানান নেতারা।

শেয়ার করুন