নিউ ইয়র্ক সিটির MTA (মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি) মেট্রোকার্ড বিক্রি আগামী ৩১শে ডিসেম্বর, ২০২৫ থেকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে, যার ফলে পুরনো সোয়াইপ সিস্টেমের পরিবর্তে এখন নতুন contactless OMNY (One Metro New York) ট্যাপ-এন্ড-গো পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে, তবে বিদ্যমান মেট্রোকার্ডগুলোতে ৩১ ডিসেম্বরের পর কোন অর্থ যোগ করা যাবেনা তবে সেগুলোর ব্যালেন্স OMNY-তে স্থানান্তর করা যাবে। ২০২৬ সাল পর্যন্ত মেট্রোকার্ড ব্যবহার করা যাবে।
MTA-এর নতুন ট্যাপ-এন্ড-গো সিস্টেম (OMNY) এখন প্রধান পেমেন্ট পদ্ধতি, যা স্মার্টফোন, ডেবিট/ক্রেডিট কার্ড বা OMNY কার্ড ট্যাপ করে ব্যবহার করা যায়। OMNY সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক ভাড়া ক্যাপ অনুসরন করে, অর্থাৎ একই ডিভাইস ব্যবহার করলে সপ্তাহে $34 ($17 Fair Fares ব্যবহারকারী হলে) এর বেশি চার্জ লাগবে না, যা মেট্রোকার্ডের চেয়ে সুবিধাজনক। যদি আপনার মেট্রোকার্ডে অর্থ থাকে, তবে দ্রুত OMNY-তে স্থানান্তরিত করা অথবা শেষ হওয়ার আগে ব্যবহার করতে হবে।