চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ফেব্রুয়ারী গঠনতন্ত্র সংশোধনের জন্য অনুষ্ঠিতব্য সাধারণ সভায় কার্যকরী কমিটির মেয়াদ বৃদ্ধির নিমিত্ত গঠনতন্ত্র সংশোধন এর ধারা পাশ হলেও তা বর্তমান কমিটির মেয়াদে কার্যকর হবেনা বলেই একাধিক সুত্র জানিয়েছে। বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিমের ঘনিষ্ঠজনদের সুত্রে জানা গেছে, সমর্থক, শুভান্যুধায়ী ও নিকটজনের প্রবল আগ্রহে তিনি সভাপতি পদে পুননির্বাচনে অংশ নেবেন এবং গতবার যে প্যানেলের মাধ্যমে পুর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছিলেন তাদের সম্মতিসাপেক্ষ একই পরিষদ আগামী নির্বাচনেও অংশ নেবে। তবে বর্তমান কমিটির কেউ যদি নির্বাচনে অংশ নিতে অপারগতা প্রকাশ করে সেক্ষেত্রে নতুন প্রার্থীর কথা বিবেচনা করা হবে বলেও একাধিক সুত্র জানিয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশানের বর্তমান সভাপতি বদরুল হোসেন খানও বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী ৩০ জুনের মধ্যে সোসাইটির সদস্যপদ গ্রহণ করতে হবে।