নিউইয়র্ক     সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের নতুন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন ও ডাইরেক্টর এএসএম উদ্দীন পিন্টু

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের নতুন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন ও ডাইরেক্টর এএসএম উদ্দীন পিন্টু

২১ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে সেবামুলক সংগঠন ‘নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব’র জানুয়ারী মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রকি আলিয়ান এবং সঞ্চালনা করেছেন জয়েন্ট সেক্রেটারী গোলাম এন হায়দার মুকুট।

এই সভায় নতুন কোষাধ্যক্ষ হিসেবে মাসুদ রানা তপন ও ডাইরেক্টর পদে এএসএম উদ্দীন পিন্টু শপথ নিয়েছেন। উল্লেখ্য, কোষাধ্যক্ষ এফইএমডি রকি ফিপথ এভিনিউ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ায় ক্লাবের নতুন কোষাধ্যক্ষ নেয়ার প্রয়োজন হয়ে পড়ে। হাউজের অধিকাংশ সদস্যদের সমর্থনে সাবেক কোষাধ্যক্ষ এফইএমডি রকির স্থলে নতুন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন এবং ডাইরেক্টর মাসুদ রানা তপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন ডাইরেক্টর নির্বাচিত হন এএসএম ইদ্দিন পিন্টু। এসময় নতুন কোষাধ্যক্ষ ও ডিরেক্টরকে ডিস্ট্রিক্ট গভর্নর ট্যারি পালাডিনি শপথ বাক্য পাঠ করান।

সভায় বিভিন্ন আলোচনা সভায় অংশ নেন ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাডিনি, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর আসেফ বারী টুটুল, রিজিয়ন চেয়ার ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জোন চেয়ার ও পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ, ডাইরেক্টর আমেনা নেওয়াজ, এম এস আলম, মুনমুন হাসিনা বারী, এফইএমডি রকি, এম এন হায়দার মুকুট, শাহ শহিদুল হক, হাসান জিলানী,জাকির হোসেন, আহমেদ সোহেল প্রমূখ। এ সময় ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ার শাহ নেওয়াজকে ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতা ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

 

শেয়ার করুন