আগামী ১৬ জুলাই নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ জুন সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহণের শেষ হলে ৫ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বর্তমানে ক্লাবের মোট সদস্য সংখ্যা ১২০ জন। এই ক্লাবটি ডিস্ট্রিক্টে দ্বিতীয় বৃহত্তম লায়ন্স ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে।
জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জেএফএম রাসেল। সভায় কোষাধ্যক্ষের এবং সাধারণ সম্পাদকের প্রতিবেদন অনুমোদন করা হয়।
বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন মোহাম্মদ সাঈদ, আহসান হাবিব, এফইএমডি রকি,মোহাম্মদ আজাদ, হাসান জিলানী, এস আলম, মোস্তফা অনিক রাজ, আবুল কাশেম, এএসএম উদ্দীন পিন্টু, আহমেদ সোহেল, সিজার রহমান, গোলাম এন হায়দার মুকুট, কামরুল ইসলাম, জাকির হোসেন ও মনোয়ারুল ইসলাম প্রমূখ।
নির্ধারিত আলোচ্যসূচি শেষে ২০২৪-২০২৫ সালের নতুন কমিটির বিভিন্ন পদে আগ্রহি প্রার্থীরা তাদের নাম তালিকাভূক্ত করেছেন। সভার সিদ্ধান্তমতে, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আগ্রহি লায়নগণ বিভিন্ন পদে তাদের প্রার্থীতা নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন। শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। এই তালিকা অনুযায়ী ১৬ জুলাই মঙ্গলবার সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে নতুন কমিটি গঠন করবে।
লায়ন্স ক্লাবের নির্বাচন পরিচালনার জন্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল গত ৩০ মে। এই কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক প্রেসিডেন্ট মো: মতিউর রহমান,সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, এটর্নি মঈন চৌধুরী ও মোহাম্মদ আলী।