নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সভাপতি আলম, সেক্রেটারি রুহুল

নিউইয়র্কে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’র নয়া কমিটি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’র নয়া কমিটি

যুক্তরাষ্ট্রস্থ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’ ২০২৫-২০২৬ মেয়াদের নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকাণ্ড সুদূর প্রবাসেও অব্যাহত রাখার সংকল্পে নিউইয়র্কে জ্যামাইকায় একটি পার্টি হলে ১৪ নভেম্বর অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

ঢাবিএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির তালিকা উপস্থাপন করেন। এ সময়ে তার পাশে ছিলেন নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ।

যুক্তরাষ্ট্রস্থ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’ ২০২৫-২০২৬ মেয়াদের নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকাণ্ড সুদূর প্রবাসেও অব্যাহত রাখার সংকল্পে নিউইয়র্কে জ্যামাইকায় একটি পার্টি হলে ১৪ নভেম্বর অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

ঢাবিএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির তালিকা উপস্থাপন করেন। এ সময়ে তার পাশে ছিলেন নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ।

এ সময় বিদায়ী কমিটির কর্মকর্তারা নয়া কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, সম্মুখে এগিয়ে চলতে যত রকমের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে নয়া সভাপতি এম এস আলম এবং সেক্রেটারি রুহুল আমিন সরকার বলেন, যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীকে এই সংগঠনে জড়ো করা হবে এবং সকল কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে আমরা সরব থাকবো। এজন্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সব শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আউয়াল সিদ্দীকি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন