যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্ক ঘিরে মামদানির আনা প্রস্তাবগুলোকে ‘বোকামি’ বলে উল্লেখ করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, আগামী নভেম্বরে মেয়র নির্বাচিত হলে এক মেয়াদের বেশি টিকবেন না মামদানি।
গত সোমবার ২১ জুলাই ‘দ্য ফুল সেন্ড পডকাস্টে’ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আলাপচারিতায় উঠে আসে গাজায় চলমান সংঘাত, ইরান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাস্ট ফুড, চকলেটপ্রীতিসহ নানা বিষয়।
আলোচনার এক পর্যায়ে উঠে আসে ইহুদিবিদ্বেষের বিষয়টি। এ সময় মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা নিয়ে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়। ‘ইন্তিফাদার বিশ্বায়ন’ শব্দ দুটির প্রতি প্রকাশ্যে নিন্দা জানানো থেকে বিরত থাকায় সমালোচনার মুখে পড়েছেন মামদানি। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন ‘ইন্তিফাদা’ নামে পরিচিত।
নেতানিয়াহু ইসরায়েলবিদ্বেষ নিয়ে কথা বলছিলেন। মামদানি প্রসঙ্গ উঠলে তিনি নিউইয়র্ক নিয়ে এই মেয়র প্রার্থীর প্রস্তাবগুলোর সমালোচনা শুরু করেন। তিনি বলেন, ‘অনেক মানুষ এই বাজে কথায় বিভ্রান্ত হয়েছেন। আপনি পুলিশের অর্থায়ন বন্ধ করতে চান? আপনি চান মানুষ দোকানে গিয়ে ডাকাতি করুক এবং মুক্ত অবস্থায় ঘুরে বেড়াক। আপনি কি মনে করেন এতে সমাজের ভালো হবে?’
তবে মামদানি কিন্তু পুলিশের অর্থায়ন বন্ধের কথা বলেননি। তিনি বরং পুলিশ বিভাগের ভেতরে সম্পদ পুনর্বিন্যাস করতে চান, যাতে পুলিশের কর্মকর্তারা সবচেয়ে গুরুতর অপরাধগুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারেন। এ ছাড়া পুলিশে বর্তমানে যত কর্মকর্তা আছেন, তাঁদের বহাল রাখার পরিকল্পনার কথাও বলেছেন মামদানি।
নিউইয়র্কের সবচেয়ে ধনীদের ওপর মামদানি যে কর আরোপের প্রস্তাব দিয়েছেন, সাক্ষাৎকারে তার সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আপনি কি সব উদ্যোগ ধ্বংস করে দিতে চান? আপনি কি কর আরোপ করে মানুষকে মেরে ফেলতে চান? আমি বলতে চাচ্ছি, এটি হবে এক মেয়াদের প্রচেষ্টা।’ এর মধ্য দিয়ে মামদানি মেয়র হিসেবে এক মেয়াদের বেশি টিকবেন না বলে ইঙ্গিত করেছেন নেতানিয়াহু।
ইসরায়েলের বাইরে নিউইয়র্ক শহরে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করেন। সংখ্যাটা আনুমানিক ১২ লাখ। ডেমোক্রেটিক পার্টি থেকে শহরের মেয়র প্রার্থী মামদানি বরাবরই ইসরায়েল এবং দেশটির সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করে এসেছেন। তিনি এ–ও বলেছেন, মেয়র নির্বাচিত হওয়ার পর নেতানিয়াহু যদি কখনো নিউইয়র্কে আসেন, তাঁকে গ্রেপ্তার করা হবে।