মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন এর উদ্যেগে গত ২৪ই ফেব্রুয়ারী এষ্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এক জরুরী সভা অনুষ্ঠিতহয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জয়নাল আবদিন আমান ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বিল্টু। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাহমুদ খান তাসের, মোঃ বিল্লাল, সেলিম রেজা, মাসুম বেপারী, মোঃ মইন, শেখ সিরাজ, তারেক হাসান, মোঃ রেজাউল হায়াত মাসুম, মিঠু হামিদ, মোঃ হাবিব মৃধা, মোঃ আইয়ুব, মোঃ জসিম উদ্দিন, তোহিদ ইসলাম প্রমুখ।
সভায় সংগঠনের বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। মুল এজেন্ডার মধ্যে ছিলো গত ২০২৪ এ ডিসেম্বর মাসে সাধারণ সভা হওয়ার কথা থাকলেও সংগঠনের অনেক সদস্যের ব্যস্ততা থাকায় সাধারণ সভা আয়োজন করা সম্ভব হয়নি। উক্ত সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ই এপ্রিল রবিবার এষ্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য মাহে রমজান মাসে প্রতি বছরের ন্যায় এবছরেও ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইফতার ও দোয়া মাহফিল ২৪ই মার্চ সোমবার উডসাইডের বাইতুল জান্নাহ্ মসজিদে (৬২-০১ ৩৯ এভিনিউ উডসাইডে) অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ বিক্রমপুরের প্রবাসী সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে