৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

মেয়র মামদানি’র প্রশাসনেও সিটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার

মেয়র মামদানি’র প্রশাসনেও সিটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার

গত ১লা জানুয়ারী দায়িত্বভার গ্রহণ করা নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির নতুন প্রশাসনেও নিউ ইয়র্ক সিটির গুরুত্বপুর্ণ প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বাংলাদেশি বংশোদ্ভুত মীর বাসার। গত ২০২২ সালের ১৫ জুলাই মেয়র এরিক এডামস কর্তৃক প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মীর বাসার নিয়োগ পাওয়ার পর থেকেই নিউ ইয়র্ক সিটি প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম, অর্থ বাজেট চুক্তি ও সাধারণ প্রশাসনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন।

এর আগে মীর বাসার ২০১৫ সালে বাজেট এবং আর্থিক পরিকল্পনার সিনিয়র ডিরেক্টর হিসেবে সিটি হলে এজেন্সি প্রধানদের তাদের দৃষ্টি ও লক্ষ্য পূরণের জন্য কৌশল তৈরি করতে সহায়তা করেছিলেন। মেয়র ব্লুমবার্গের সময় থেকে নিউইয়র্ক সিটি প্রশাসনে কাজ করার সময় পাস মীর বাসার গত ২৮ বছর যাবৎ একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর, বাজেট ও প্রণয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন।

মীর বাসার লং ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। পরে লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বাংলাদেশে তাঁর গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটের হবিগঞ্জ শহরে।

তার পিতা মীর আব্দুল লতিফ ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন কমিশনার, মাতা রোকেয়া বানু ছিলেন জেলা শিক্ষা অফিসার। ছয় ভাই বোনের মধ্যে চতুর্থ মীর বাসার ৯০ এর দশকে বাবা আব্দুল লতিফ ওপি-ওয়ান ক্যাটাগরিতে অভিবাসী হয়ে সপরিবারে নিউইয়র্কে আসেন।

২০০২ সালে সেলিনা সুলতানার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ব্রঙ্কসের পেলহাম এলাকায় বসবাসকারী এই দম্পতির ১৮ বছর বয়সী এক কন্যা ও ১৪ বয়সী বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।