শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তোমাকে আমরা বিদায় দিতে আসেনি, তুমি যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি, এই ওয়াদা করতে এসেছি।
শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার আগে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “মাথা নত নয়, বরং উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি।” তিনি বলেন, “লাখ লাখ মানুষ হাদির কথা শোনার জন্য এসেছে। আমরা ওসমান হাদিক বিদায় দিতে আসিনি। তিনি আমাদের বুকের মধ্যে আছে ও থাকবে।” এদিন দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর বাকি আনুষ্ঠানিকতা করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।
এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কোনো রকম সহিংসতায় না জড়ানোর আহ্বানো জানানো হয়েছে।