উত্তর আমেরিকার প্রায় ২৬টি শহরের ৮৬টি বাংলাদেশী সংগঠন নিয়ে উত্তর আমেরিকার সর্ববৃহত ফেডারেশন ফোবানার নতুন কমিটি নির্বাচিত করেছে ফোবানার কাউন্সিলররা।এবারের নির্বাচনে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের ৬৪ টি সংগঠনের সংগঠক কাউন্সিলাররা ভোট দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করেন।এবার ৬৪ টি ভোটার সংগঠন ছাড়াও নতুন করে বিভিন্ন অঙ্গরাজ্যের আরও ২২টি সংগঠন ফোবানার সাথে যুক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, ক্যানসাস, মিসৌরী, টেক্সাসের ডালাস, হিউস্টন ও অস্টিন, ফ্লোরিডার মায়ামী, ওয়েস্টপাম বিচ, টেম্পা ও অরল্যান্ডো, মেট্রো ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড, নিউজার্সী, নিউইয়র্ক, শিকাগো, মিশিগান, ওকলাহোমা, ওহাইয়ো, ইন্ডিয়ানা পোলিস, ডেলাওয়ার, পেনসেলভোনিয়া, আটলান্টা এবং কানাডার ক্যালগেরী ও টরেন্টো থেকে বিভিন্ন সংগঠনগুলোর কয়েক হাজার সংগঠক অংশগ্রহন করেছে এবার ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিত মুল ধারার ফোবানার ৩৮তম সম্মেলনে। সম্মেলনের শেষদিন বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচিত নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন চীফ ইলেকশন কমিশনার মাহবুব রেজা রহিম (ফিনিক্স, অ্যারিজানা) ও ইলেকশন কমিশনার ডিউক খান (আটলান্টা, জর্জিয়া)।
নব নির্বাচিত ফোবানা এক্সিকিউটিভ কমিটি ২০২৪-২০২৫
এক্সিকিউটিভ অফিসারসঃ চেয়ারপারসন- মাসুদ রব চৌধুরী (লস এন্জেলেস), ভাইস চেয়ারপারসন- এম রহমান জহির (ফ্লোরিডা), এক্সিকিউটিভ সেক্রেটারী- আবীর আলমগীর (নিউইয়র্ক), জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারী- খালেদ রউফ (শিকাগো), ট্রেজারার- ডঃ প্রিয়লাল কর্মকার (ভার্জিনিয়া), আউটস্ট্যান্ডিং মেম্বারসঃ রোকসানা পারভিন (ভার্জিনিয়া), আবু রুমি (ভার্জিনিয়া), ডঃ আহসান চৌধুরী হিরো (অস্টিন, টেক্সাস), বাবুল হাই (অরল্যান্ডো, ফ্লোরিডা), জসিম উদ্দিন (আটলান্টা, জর্জিয়া), মকবুল আলী (শিকাগো), নুরুল আমিন নুরু (ভার্জিনিয়া), রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া), এক্সিকিউটিভ মেম্বার অর্গানাইজেশনসঃ বাংলাধারা (মাহবুব ভুঁইয়া)- আটলান্টা জর্জিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (ডঃ জয়নুল আবেদীন) লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (শামসুদ্দোহা সাগড়) ডালাস টেক্সাস, বাংলা গ্রুপ ডালাস (ফরহাদ হোসেন) ডালাস, টেক্সাস, বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (শফিকুল ইসলাম) মেট্রো ওয়াশিংটন ডিসি, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি (রেহান রেজা) ক্যানসাস, মেরিল্যান্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী (মোহাম্মদ কাজল) মেরিল্যান্ড, বাংলাদেশ এসোসিয়েশন অব মিসৌরি (আসিফ ইকবাল) মিসৌরি, বাংলাদেশ এসোসিয়েশন অব হিউস্টন (আজমল খান) হিউস্টন টেক্সাস, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া (মোহাম্মদ আলী মানিক) আটলান্টা জর্জিয়া, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী ডিএমভি (আখতার হোসেন) ভার্জিনিয়া, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী হিউস্টন (নাদিম ভুঁইয়া অপু) হিউস্টন টেক্সাস, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা ইনক (শফিকুল ইসলাম জুয়েল) ফ্লোরিডা), ইউএস বাংলা এসোসিয়েশন অব জর্জিয়া (কাজী নাহিদ) আটলান্টা জর্জিয়া, বেঙ্গলী বয়েজ কালচারাল এসোসিয়েশন অব জর্জিয়া (মহিন উদ্দিন দুলাল) আটলান্টা জর্জিয়া, বাংলাদেশ আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন (শামসুদ্দিন মাহমুদ) ভার্জিনিয়া। হোস্ট সংগঠন ২০২৫- বাংলা ধারা, আটলান্টা জর্জিয়া, হোস্ট সংগঠন ২০২৬- বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে