১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

ট্রাম্প-আরোপিত বহু শুল্কই বেআইনি ! রায় আপীল আদালতের, তবে স্থগিতাদেশ এখনই নয়

ট্রাম্প-আরোপিত বহু শুল্কই বেআইনি ! রায় আপীল আদালতের, তবে স্থগিতাদেশ এখনই নয়

যুক্তরাষ্ট্রের ৯ম ফেডেরাল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে। ২৯ আগষ্ট শুক্রবার তার রায়ে আদালত জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক সিদ্ধান্তই বেআইনি।’

আপীল আদালতে বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে বিশ্ব অর্থনীতিকে যে ভাবে তিনি ওলট-পালট করে দিয়েছেন, তা বেআইনি। এমনটাই জানাল আমেরিকার এক আপিল আদালত। যদিও শুল্ক আরোপের সিদ্ধান্তে এখনই স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। আরও কিছু দিন এ নিয়ে লড়াই করার সময় পাবেন ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন তিনি। সেখান থেকেও যদি তাঁর সিদ্ধান্তকে বেআইনি বলে দেগে দেওয়া হয়, তবে শুল্ক প্রত্যাহার করতে হবে আমেরিকাকে।

আমেরিকার ফেডেরাল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে। ২৯ আগষ্ট শুক্রবার তার রায়ে আদালত জানিয়েছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনেক সিদ্ধান্তই বেআইনি। এ ভাবে শুল্ক আরোপ করে দেওয়া যায় না। এর আগে নিম্ন আদালতে এই মামলা উঠেছিল। সেখান থেকে যে রায় দেওয়া হয়েছিল, আপিল আদালত তা-ই বলবৎ রেখেছে। আদালতের পর্যবেক্ষণ, ট্রাম্প তাঁর জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এত দেশের উপর এত রকমের শুল্ক আরোপ করেছেন। কিন্তু তা করতে গিয়ে তিনি নিজের কর্তৃত্বের সীমা অতিক্রম করে গিয়েছেন।

শুল্কের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেও প্রেসিডেন্টকে সময় দিয়েছে আদালত। জানিয়েছে, আপাতত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে। তার পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এই সময়ের মধ্যে মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারবেন ট্রাম্প। তিনি নিজেও সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন।

আপিল আদালতের রায়কে সমাজমাধ্যমে ‘ভুল’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। লিখেছেন, ‘‘সমস্ত শুল্কই এখনও বহাল রয়েছে। আপিল আদালত জানিয়েছে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত, এটা ভুল। কিন্তু ওরাও জানে, শেষ পর্যন্ত আমেরিকা জিতবে।’’ শুল্ক তুলে নিতে হলে তা দেশের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে বলে মনে করেন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘‘যদি এই শুল্ক কখনও তুলে নিতে হয়, তা আমেরিকার জন্য বিপর্যয় হবে। আমরা অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়ব।’’ ট্রাম্প আরও বলেছেন, ‘‘বিপুল বাণিজ্য ঘাটতি আমেরিকা আর সহ্য করবে না। অনৈতিক, একতরফা শুল্কও সহ্য করা হবে না। অন্যান্য দেশ আমাদের উপর ইচ্ছামতো শুল্ক আরোপ করে আমাদের উৎপাদনকারীদের এত দিন ঠকিয়ে এসেছে। যদি আপিল আদালতের এই রায় বহাল থাকে, তবে তা আমেরিকাকে ধ্বংস করে দেবে।’’ আমেরিকার সুপ্রিম কোর্টের সাহায্যেই এই শুল্ক কার্যকর করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন দেশের পণ্যের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এখনও পর্যন্ত সর্বোচ্চ শুল্ক রয়েছে ভারত এবং ব্রাজ়িলের উপর— ৫০ শতাংশ। ট্রাম্পের শুল্কের ফলে বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যে ব্যাঘাত ঘটেছে। দ্বিপাক্ষিক সম্পর্কেরও অবনতি হয়েছে। এমন সিদ্ধান্তের ফলে আমেরিকার অভ্যন্তরেও ট্রাম্প সমালোচিত হচ্ছেন। এ বার আদালতও জানিয়ে দিল, তাঁর সিদ্ধান্ত বেআইনি।