নিউ ইয়র্ক থেকে পুর্ণমাত্রায় সম্প্রচারের জন্য অপেক্ষমান বাংলাভাষার টিভি চ্যানেল এটিভি ইউএসএ’র পদযাত্রায় আরও দুটি মাইলফলক সংযুক্ত হয়েছে। অনলাইন ওয়েব পোর্টাল এবং স্মার্টফোন অ্যাপস। এটিভি ইউএসএতে বিনোদনের সঙ্গে থাকবে সংবাদ, তথ্য ও বিশ্লেষণসহ। সবকিছুই হাতের মুঠোয় নিয়ে আসার শুভক্ষণকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল নান্দনিক একটি অনুষ্ঠানের। নিউইয়র্ক সময় গত রবিবার (১ ডিসেম্বর, ২০২৪), জ্যামাইকার আশা পার্টি হলে। বাংলাদেশের মহান বিজয়ের মাসের প্রথম দিনে সমবেত হয়েছিলেন সুধীজনেরা।
পোর্টাল ও অ্যাপসের উদ্বোধন করেন প্রধান অতিথি নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: নাজমুল হুদা। “বিশ্বজুড়ে বাঙালিয়ানা” এই শ্লোগানে টেলিভিশনটির আনুষ্ঠানিক যাত্রা ১১ জানুয়ারি ২০২৫ থেকে। এটিভি ইউএসএ’র উদ্যোক্তা, আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং চেয়ারপার্সন এশা রহমান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন আশা গ্রুপের প্রেসিডেন্ট আকাশ রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, টাইডম টিভির সিইও ও সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, কম্যুনিটি এক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, এটিভি ইউএসএ ও সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক আবুল কাশেম, আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, খালিল বিরিয়ানির খলিলুর রহমান, অভিনেতা নিরব, দেবাশিস বিশ্বাস, লিটু আনাম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা, গান আর বাঙালিয়ানার সাজে অসাধারণ একটি আবহ তৈরি হয়েছিল।
এটিভি ইউএসএ’র উদ্যোক্তা আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেন, এই অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মানুষ এটিভি ইউএসএ দেখতে পাবেন।