আগ্নেয়াস্ত্রের ছবি সমাজমাধ্যম পোস্ট করে রিপাবলিকান দলের এক রক্ষণশীল নেত্রীর দাবি, হামলাকারী ভারত-বিরোধী এবং ইহুদি-বিরোধী প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আগ্নেয়াস্ত্রের গায়ে লেখাগুলি থেকেই তা স্পষ্ট বলে মনে করছেন তিনি।
আমেরিকার স্কুলে গত ২৭ আগষ্ট বুধবার হামলা চালানো বন্দুকবাজকে ইতিমধ্যে শনাক্ত করেছে পুলিশ। রবিন ওয়েস্টম্যান নামে ২৩ বছর বয়সি ওই রূপান্তরকামী তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন মিনিসোটা প্রদেশের মিনিয়াপলিসে একটি ক্যাথলিক স্কুলে। তাঁর সঙ্গে ছিল একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল।
ইউটিউবে ‘রবিন ডাব্লিউ’ নামে একটি চ্যানেল ছিল ওয়েস্টম্যানের। একটি ভিডিয়োয় প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ম্যাগাজ়িন দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও ওই চ্যানেলটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন সমাজমাধ্যম কর্তৃপক্ষ। ট্রাম্পের রিপাবলিকান পার্টির রক্ষণশীল নেত্রী লরা লুমারও এই সংক্রান্ত কিছু আগ্নেয়াস্ত্রগুলির ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। লুমার জানিয়েছেন, ওই আগ্নেয়াস্ত্রগুলি মিনিয়াপলিসের স্কুলে হামলাকারী ওয়েস্টম্যানের। আগ্নেয়াস্ত্রগুলির গায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি লেখা ছিল। এ ছাড়া ভারত এবং ইজ়রায়েল বিরোধী কিছু মন্তব্যও লেখা ছিল আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজ়িনের গায়ে।
ম্যাগাজ়িনগুলির গায়ে লেখা ছিল, ‘ডোনাল্ড ট্রাম্পকে খুন করো’, ‘ট্রাম্পকে এখনই খুন করো’, ‘ইজ়রায়েলের পতন হতেই হবে’, ‘পুড়িয়ে দাও ইজ়রায়েলকে’। আবার একটি আগ্নেয়াস্ত্রের গায়ে লেখা ছিল ‘ভারতে পরমাণু বোমা ফেলো’। ওই লেখা-সহ আগ্নেয়াস্ত্রের ছবি সমাজমাধ্যম পোস্ট করে রিপাবলিকান দলের নেত্রীর দাবি, ভারত-বিরোধী এবং ইহুদি-বিরোধী প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিলেন হামলাকারী। আগ্নেয়াস্ত্রের গায়ে লেখাগুলি থেকেই তা স্পষ্ট বলে মনে করছেন তিনি।
২০২০ সাল পর্যন্ত ওয়েস্টম্যানের নাম ছিল রবার্ট। পরে তিনি নিজের মহিলা নাম ধারণ করেন। রবার্ট থেকে হয়ে যান ওয়েস্টম্যান। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়েস্টম্যান নিজেকে রূপান্তরকামী বলে দাবি করেন। হামলাকারীর রাইফেলের ম্যাগাজ়িনে ট্রাম্পের খুনের হুমকির কথা লেখা ছিল বলে জানিয়েছেন তিনি।
২৭ আগষ্ট বুধবার আমেরিকার স্কুলে ওই এলোপাথাড়ি গুলিবর্ষণে দু’জন শিশুর মৃত্যু হয়েছে। জখম আরও ১৭ জন। তাদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬-১৫ বছরের মধ্যে। স্কুলে হামলার কিছু সময় পরে অদূরেই গাড়ি পার্ক করার জায়গা থেকে উদ্ধার হয় আততায়ীর দেহ। পুলিশের সন্দেহ তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন।