৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বললেন খালেদা জিয়া

অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বললেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টরা অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল। ছাত্রজনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। এর মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়বার সুযোগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি কর্তৃক আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। এই আত্মত্যাগ জাতি আজীবন মনে রাখবে। যারা গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে। একইসঙ্গে প্রতিটি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

খালেদা জিয়া আরও বলেন, আমাদের সামনে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে, তা বাস্তবায়ন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী প্রমুখ।