নিউইয়র্ক     বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভাবগম্ভীর পরিবেশে গুলশান টেরেসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ১২:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৫ | ১২:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভাবগম্ভীর পরিবেশে গুলশান টেরেসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত রোববার ২ মার্চ কুইন্সের গুলশান টেরেসে হলে প্রবাসের অন্যতম বৃহত্‌ আঞ্চলিক ও সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের স্বনামধন্য গোল্ডেন এজ হোমকেয়ার এর সিইও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইফতার মাহফিলটি বিপুল সংখ্যক সিলেটবাসী ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় ।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের উপস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশের নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক এমপি এম এম শাহিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি শফিউদ্দিন তালুকদার শফি, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য উপদেষ্টা ছদরুন নুর ও সৈয়দ নাজমুল হাসান কুবাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি সদস্য আজিমুর রহমান বুরহান, অ্যাপোলো ব্রোকারেজের সিইও ও প্রেসিডেন্ট শমসের আলী, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, লেফটেন্যান্ট শামসুল হক,ডিটেকটিভ জামিল সারোয়ার, কমিউনিটি অ্যাফেয়ার্স সার্জেন্ট এমডি লতিফ, সংগঠনের সাবেক উপদেষ্টা সদস্য আব্দুস শহিদ, তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, ভিএনএস হেলথ ইন্সুরেন্স কোম্পানীর মার্কেটিং ডাইরেক্টর সালেহ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের কন্যা স্বপ্ন এইড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোমানা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে কোরআন থেকে তেলাওয়াত করেন লতিফা হ্যান্ডস কোষাধ্যক্ষ কারী খালেদ মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের সদস্য সচিব মোহাম্মদ আলীম ও আহবায়ক শফিউদ্দিন তালুকদার শফি।

নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা প্রবাসীদের রমজান শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ অতিথি সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম উপস্থিত সকলকে রমজান মোবারক ও শুভেচ্ছা জানিয়ে আগামী ৯ মার্চ বাংলাদেশ সোসাইটি ইফতারে আমন্ত্রন জানান। দোয়া পরিচালনা করেন ছারছীনা পীর সাহেব শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। দোয়া শেষে ইফতারের পুর্বমুহুর্তে ভারপ্রাপ্ত সাধারণ রোকন হাকিম এর কন্ঠে ভেসে আসে আজানের ধ্বনি।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলা পত্রিকা ও টাইম টেলিভশন সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক রতন তালুকদার,প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ,প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী , সংগঠনের কার্যকারী পরিষদের, সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার শফি, সহ-সভাপতি জাবেদ উদ্দিন, সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ, হুমায়‚ন কবীর সোহেল, মোঃ ফজল খান, কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব বদরুন নাহার খান মিতা, ছদরুন নুর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, বোর্ড অব ট্রাষ্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, কিনু চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, হবিগঞ্জ সদর সমিতি সাভাপতি মিয়া মোঃ আছকির ও সাধারণ সম্পাদক আমির আলী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, লিয়াকত আলী চেয়ারম্যান, কনস্যুলেট অফিস কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, মোঃ শাহীন মিয়া, বাংলাদেশ সোসাইটি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভ‚ঁইয়ার রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোঃ আখতার বাবুল, ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রব আলী লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুন উর রশিদ, জাহাঙ্গীর শহীদ সরোয়াদী, মোঃ সিদ্দিক পাটুয়ারী, আবুল কাশেম চৌধুরী মনসুর আহমেদ ও হাসান খান প্রমুখ। বদরুল খান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, যথা সময়ে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর নির্বাচন হবে বলে আশ্বাস প্রদান করেন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ করে সাবেক সাধারণ সম্পাদক গনের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ইফতার দোয়া ও মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতায় গোল্ডেন এজ হোম কেয়ার এর সিইও শাহ নেওয়াজ কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, সংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ সাইকুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি উপদেষ্টা কিনু চৌধুরী, মৌলবীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর উপদেষ্টা ফখরুল ইসলাম, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাভেদ উদ্দিন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক জিএস সৈয়দ জুযেল, বিশিষ্ট রিয়েল এস্টেট নুর আজিম, আহসান হাবীব, জামাল উদ্দীন, আলতাফ চৌধুরী, মুরশেদ আহমেদ, হেলথ ফার্স্ট এজেন্ট তহিদুল ইসলাম সজিব, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুল ওয়াহেদ, সুকান্ত দাশ হরে, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, সহ সাধারণ সম্পাদক এমদাদ তরফদার, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ বাতিন, ল ফার্ম কিম এন্ড এসোসিয়েটস এর কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবদুল খালে প্রমুখ।

শেয়ার করুন