গত ২২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় এক আনন্দঘন ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসের অন্যতম বৃহত্ আঞ্চলিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার’র নতুন কার্যকরী কমিটি (২০২৪-২০২৭) কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক ও জানালাবাদবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত এই অভিষেক পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এড.শাহীন কামালী।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল কাইয়্যুম অসুস্থ থাকায় নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলামকে শপথ পাঠ করান। শপথ নেওয়া সভাপতি মইনুল ইসলাম কার্যকরি কমিটির সবাইকে শপথবাক্য পাঠ করান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান মুক্তা (সিলেট), ইঞ্জিনিয়ার ফজলুর রহমান (হবিগঞ্জ) এবং সৈয়দ জুবায়ের আলী (মৌলভীবাজার)। এসময় নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যরা জালালাবাদ ভবনকে সম্পুর্ণ ঋণমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নবনির্বাচিত কার্যকরী কমিটির আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি মইনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট মহসিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু এবং কমিশনার প্রফেসর আমিনুল হক চুন্নু, উদযাপন কমিটির আহবায়ক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও প্রধান সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজি কাইয়্যুম। বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীতের পর শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর পরই দেশ এবং প্রবাসের সবার সুখ, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। সঞ্চালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, অভিষেক উদযাপন কমিটির আবহায়ক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব হেলিম উদ্দিন।
অভিষেক অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেয়া হয় সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এরও সাবেক সভপতি কামাল আহমেদকে। তার কন্যা রুমানা আহমেদ তাঁর প্রয়াত বাবার পক্ষে সম্মাননা গ্রহণ করেন।
এছাড়া জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি শওকত আলী ও আব্দুল কাইয়ুমকে সংগঠনের আজীবন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তির মধ্যে বক্তব্য রাখেন কমু্যনিটি এক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, হুমায়ুন চৌধুরী, দরুদ মিয়া রোনেল, ইফজাল চৌধুরী, জাকারিয়া চৌধুরী (পেনসিলভানিয়া),মাশুক খান (পেনসিলভানিয়া), মোহাম্মদ মহসিন (নিউ জার্সি),আনোয়ার চৌধুরী পারেখ (নিউ জার্সি), মুজিবুর রহমান মুজিব (পেনসিলভানিয়া),ফজলুর রহমান,মনসুর চৌধুরী, এএফ মিসবাউজ্জামান,শাহ জে চৌধুরী, বিশিষ্ট রিয়েলটর আকিব হোসাইন, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু প্রমুখ। নতুন কমিটির কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী শেফাজসহ বক্তারা জালালাবাদ ভবনের পক্ষে তাদের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন এবং দীর্ঘ ৩৮ বছরের প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দিনের সংগঠনকে পরিচালনা করার জন্য সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ‘বিকশিত জালালাবাদ’ নামে আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। বিপুলসংখ্যক জালালাবাদবাসী পেনসিলভানিয়া, কানেকটিকাট, নিউ জার্সি ও নিউইয়র্কের প্রত্যন্ত অঞ্চল থেকে অংশগ্রহণ করেন।
তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশিত হয় শুরুতে।মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী শম্পা। ান্যান্যদের মধ্্যে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।
নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলাম অনুষ্ঠানে তাঁর সমাপনী বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতায় আমরা জালালাবাদ ভবন করেছি, আশা করি নতুন কমিটির কর্মকান্ড দিয়েও আমরা প্রবাসে জালালাবাদবাসীকে আরো সংঘটিত এবং কর্মকান্ড আরো বিস্তৃত করতে পারব। উপস্থিত উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়িত করার মাধ্যমে অভিষেক অনুষ্ঠানে সমাপ্তি ঘটে । -ছবি পরিচয়