১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চীন-রাশিয়ার প্রতি নমনীয় হচ্ছেন ট্রাম্প?

প্রতিপক্ষ দেশ চীন ও রাশিয়ার প্রতি নমনীয় আচরণ প্রদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৮ থেকে রাশিয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন তিনি । গত সোমবার, ১৬ জুন কানাডায় জি-৭ বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জান যায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হতো না। তিনি জানান, চীন জি-সেভেন-এ যোগ দিলে তার কোনো অসুবিধা নেই।

ছবির ক্যাপশন: ইরানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক বিরোধী বিক্ষোভ। ইরানের রাজধানী তেহরানে ১৯৫৩ সালের ১৯ আগস্ট। এই দিনই মোসাদ্দেকের পতন হয়ফাইল ছবি: এএফপি