নিউইয়র্ক     শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে ভাটেরা এসোসিয়েশনের কর্মকর্তাদের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ০৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ | ০৭:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
নিউ ইয়র্কে ভাটেরা এসোসিয়েশনের কর্মকর্তাদের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাটেরা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক’র নবনির্বাচিত কমিটি অভিষিক্ত হয়েছে। পাশাপাশি রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যত প্রবাসী অংশ নেয়ায় অনুষ্ঠানটি ভাটেরাবাসীদের মিলনমেলায় পরিণত হয়। কুইন্সের আগ্রা প্যালেসে শনিবার (৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২০২৭ সালের জন্য গঠিত ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কর্মকর্তরা শপথগ্রহণ করেন। প্রথমে সংগঠনের সভাপতি শেখ রাজা মিয়া তালুকদারকে শপথ বাক্য পাঠ করান ভাটেরা এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু। পরে নতুন সভাপতি অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এরপর সকল কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে মকবুল হোসেন, আকদ্দস আলী সিদ্দিকী, ফকরুল ইসলাম তালুকদার, আব্দুল মতিন ও মর্তুজ আলী ছাড়াও বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী, সাবেক সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, আব্দুল লতিফ খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুরমান সিদ্দিকী, ফয়সল সিদ্দিকী, ওয়ালিউর রহমান সহ আরো অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার ও যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম লিটু।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন: সভাপতি- শেখ রাজা মিয়া তালুকদার, সহ সভাপতি- আব্দুল জব্বার সিদ্দিকী, সৈয়দ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক- হারুনুর রশীদ তালুকদার, যুগ্ম সম্পাদক- ফরহাদুল ইসলাম লিটু, অর্থ সম্পাদক- সুরমান আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক- এনাম আরাফাত রবি সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক- সৈয়দ এস আহমেদ টিপু, প্রচার সম্পাদক- মোহাম্মদ ওয়ালিউর রহমান, ক্রীড়া সম্পাদক- সুমন আহমেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক- শাহ মিজান, সাদ্যস্যিক সম্পাদক- ফয়সাল আহমেদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক- তালুকদার আদনান নিজাম, ধর্ম বিষয়ক সম্পাদক- মোহাম্মদ শাহ আলম, দপ্তর সম্পাদক- বাপ্পু তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক- আব্দুস শহীদ সিদ্দিকঅ সেফুল, সাংস্কৃতিক সম্পাদক- তালুকদার আদনান বাসার আসিফ, ধর্ম সম্পাদক- মোহাম্মদ শাহ আলম, গণ সংযোগ সম্পাদক- শিপন আহমেদ, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- শাহ রিপন, মহিলা সম্পাদিকা- তাহমিনা আক্তার সিদ্দিকা, কার্যকরী সদস্য- সাইফুল ইসলাম, তারেকুল ইসলাম জুয়েল, আব্দুস সামাদ, শামীম আহমদ, মোহাম্মদ জায়েদ তালুকদার সায়েফ, শাহ নেওয়াজ ইসলাম, মোহাম্মদ আব্দুল মুহিত মান্না, সায়েদ খান, তালুকদার বদরুল, তানভীর তালুকদার এনাম। খবর ইউএনএ’র।

শেয়ার করুন