১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনারস দিয়ে ইলিশ

ছোট বড় সবাই ইলিশ মাছ পছন্দ করে। বাঙালির এ সময় পাতে ইলিশ থাকে নানান রেসিপিতে। নানা রকম সবজি দিয়ে ইলিশ রান্না করলে ভালো লাগে। শুধু সবজিই নয়, ফলের সঙ্গে ইলিশ রান্না করা যায়। একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে আনারসের সঙ্গে ইলিশ রান্না করতে পারেন। দুটোর জুটি হবে অসাধারণ। খেতেও লাগবে দারুণ।

উপকরণ: ১. ইলিশ মাছ ৬ টুকরা, ২. আনারস কুচি ১ কাপ, ৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, ৪. রসুন বাটা ১ চা চামচ, ৫. হলুদ গুঁড়া আধা চা চামচ, ৬. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ (পরিমাণমতো কমানো/বাড়ানো যাবে), ৭. সরিষার তেল ৪ টেবিল চামচ, ৮. পোস্তবাটা ১ টেবিল চামচ, ৯. লবণ পরিমাণমতো, ১০. লেবুর রস ১ টেবিল চামচ, ১১. চিনি ১ চা চামচ, ১২. ধনিয়া পাতা কুচি সামান্য

প্রস্তুত প্রণালি : মাছ ধুয়ে পানি ঝরিয়ে সামান্য হলুদ, লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। চাইলে মাছে লবণ দিয়ে হালকা করে ভেজে নিতে পারেন। একটি কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ নরম করে ভেজে নিন। এবার বাকি সব মসলা কষিয়ে আনারস দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিন। ফুটে উঠলে মাছ দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। আনারস বেশি টক হলে সামান্য চিনি দিন। ঝোল ঘন হয়ে এলে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিন। এরপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।