৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষের পাতা

গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রায় এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি’র কাজ শুরু ৩১ জুলাই

গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রায় এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি’র কাজ শুরু ৩১ জুলাই

গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্কে প্রায় এক লাখ কবরের ‘বাংলাদেশ সেমিট্রি’র কাজ আগামী ৩১ জুলাই শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যে নিউইয়র্কের আপষ্টেটের স্কটটাউনে প্রায় ১২৬ একর জমি নগদ অর্থে গত বছরের ১৬ ডিসেম্বর ক্রয় সম্পন্ন হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে বৃহৎ এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে প্রতিষ্ঠিত বৃহৎ এই প্রকল্পে কবরের ব্যবস্থা ছাড়াও ফিউনেরাল ও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। গত ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এই প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও প্রকল্পের সদস্য সচিব এবং পরিচালক ও গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সফল সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, ক্রয়কৃত ‘বাংলাদেশ সেমিট্রি’র মাটির পরীক্ষা সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। এতে পর্যায়ক্রমে লক্ষাধিক কবর তৈরী করা হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে কবরে লাশ দাফন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ইতিমধ্যেই বিভিন্ন মসজিদ কমিটি, প্রতিষ্ঠান, সংগঠন ২০ হাজারের মতো কবর ক্রয় করেছেন।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলাদেশ সেমিট্রি’ প্রকল্পের আহবায়ক এবং বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি আব্দুর রব মিয়া। এরপর প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন জাহিদ মিন্টু। পরবর্তীতে প্রকল্পতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রকল্পের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। সংবাদ সম্মেলনের সার্বিক বিষয় সমন্বয় করেন সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও সাবেক কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম সহ গ্রেটার নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদের মধ্যে ট্রাষ্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভূইয়া, আবুল কালাম, রমেশ চন্দ্র দেবনাথ, মাইনুল ইসলাম মাহবুব, সহ সভাপতি মোহাম্মদ তাজু মিয়া, সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ রুবেল, দপ্তর সম্পাদক মিরন কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তাবু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মাহবুবল হক ও আব্দুল মালেক খান প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র। সকল ছবি পরিচয় এর নিজস্ব।