ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ এর নির্বাচনে ১৭টি পদে কোন প্রতিদন্ধী না থাকায় সভাপতি পদে জাহীদ হোসেন মিন্টু এবং সেক্রেটারী পদে বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দীন পিন্টু সহ ১৭ জন প্রার্থীকে বিজয় ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার । প্রকাশ থাকে যে একমাত্র সভাপতি পদে জাহিদ হোসেন মিন্টু এবং আওলাদ হোসেন বাবু দুজন নমিনেশন ফর্ম সংগ্রহ করলে ও পরে আওলাদ হোসেন তার প্রার্থিতা পত্যাহার করেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বৃহত্তম সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি গত কয়েক বৎসরের অক্লান্ত পরিশ্রম শৃঙ্খলা সঠিক নেতৃত্বের মাধ্যমে সমগ্র প্রবাসী বাংলাদেশীদের মধ্যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতোমধ্যে এই সংগঠনের ২ টা সম্পুর্ণ পরিশোধ করা বাড়ি রয়েছে ব্রুকলীন এর এর মিনি বাংলাদেশ চার্চ মেকডোনাল্ড এলাতায়, য়ার আনুমানিক বর্তমান মূল্য ৪ মিলিয়ন ডলার এর কাছাকাছি। Long Island Washington Memorial Park 400 কবরের জায়গা ক্রয় করেছিল তখনকার সময় পাঁচ লক্ষ ডলার মূল্যে পরিশোধ করে, যার বর্তমান মূল্য কয়েকগুন বেশি।
বর্তমানে এ সমিতির কনো সদস্য সদস্যরা মারা গেলে তাদের লাশ দাফন অথবা দেশে প্রেরণ করার জন্য পরিবার কে ৬০০০.ছয় হাজার ডলার সমিতির তহবিল থেকে দেওয়া হয়। ভবিষ্যতে এ অংক আরো বাড়বে বলে আশা করা যায় । এ সবই সম্ভব হয়েছে সততা আন্তরিকত কমিটমেন্ট এবং কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটি টাষ্টি বোর্ড একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে। আর এই সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনায় নেতৃত্ব দিয়ে একটি পরিবারের মতো করে এগিয়ে যেতে সাহায্য করেছেন তরুণ প্রজন্মের উদীয়মান নেতা জনাব জাহিদ মিন্টু। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত মাঈ উদ্দিন পিন্টুও শিক্ষিত মার্জিত একজন তরুণ উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে সবার কাছে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
নোয়াখালী সোসাইটির আরেকটি মেঘা প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাসে সেখানে লাশ দাপন করার কাজ শুরু হবে।. এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই প্রায় তিন মিলিয়ন ডলারের মতন খরচ হয়ে গিয়েছে। ১২৬ একর জায়গার উপর নির্মিত হয়েছে বাংলাদেশ সেমেট্রী যেখানে লক্ষাধিক কবরের জায়গা হবে।