জ্যাকসন হা্ইটসে শুভ উদ্বোধন হয়েছে আরো একটি বাংলাদেশী খাবারের রেঁস্তোরা রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস।
ভোজনরসিকদের সুলভে সুস্বাদু বাংলাদেশী খাবার পরিবেশনের দৃঢ় প্রত্যয় নিয়ে ৭৪-১৬, ৩৭ এভিনউর উপর, জনপ্রিয় প্রিময়াম সুপার মার্কেটর পাশেই শুভ উদ্বাোধন হয়েছে রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস।
জ্যাকসন হা্ইটসের অপর জনপ্রিয় রেষ্টুরেন্ট ইত্যাদির সত্তাধকারী আবু নোমান শাকিল ও ১৯ বছরেরও বেশী সময়ের অভিজ্ঞ শেফ মো: ইলিয়াসের যৌথ উদ্যােগ প্রতিষ্ঠিত রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস এর খাবারের মেনুতে থাকছে মাছ ও মাংসের রকমারী পদ, শাকসবজী ও ভর্তার বিশেষ আয়োজন। সেই সাথে প্রতিদিনের নিয়মিত পরিবেশনা সুস্বাদু কাবাব ও মিষ্টান্ন।
ভোজনরসিকদের জন্য নিয়মিত থাকছে মাত্র দশ ডলারে কম্বো স্পেশাল, যাতে রয়েছে মাংস অথবা নির্দিষ্ট মাছের তরকারী, ভাত, ভর্তা ও সুস্বাদু ডাল।
এছাড়া স্বল্প সময়ের আদেশে তাজা ভেজে দেওয়া ইলিশ ও অন্যান্য মাছ। শেফ ইলিয়াস কম্যুনিটির ভোজন রসিকদের সপরিবারে সুস্বাদু বাঙালী খাবারের স্বাদ গ্রহণে রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটসে আমন্ত্রণ জানিয়েছেন।