নিউইয়র্ক     বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকসন হা্ইটসে বাংলাদেশী খাবারের রেঁস্তোরা রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস এর শুভ উদ্বোধন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ০৭:০১ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ০৭:০১ অপরাহ্ণ

ফলো করুন-
জ্যাকসন হা্ইটসে বাংলাদেশী খাবারের রেঁস্তোরা রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস এর শুভ উদ্বোধন

জ্যাকসন হা্ইটসে শুভ উদ্বোধন হয়েছে আরো একটি বাংলাদেশী খাবারের রেঁস্তোরা রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস।

ভোজনরসিকদের সুলভে সুস্বাদু বাংলাদেশী খাবার পরিবেশনের দৃঢ় প্রত্যয় নিয়ে ৭৪-১৬, ৩৭ এভিনউর উপর, জনপ্রিয় প্রিময়াম সুপার মার্কেটর পাশেই শুভ উদ্বাোধন হয়েছে রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস।

জ্যাকসন হা্ইটসের অপর জনপ্রিয় রেষ্টুরেন্ট ইত্যাদির সত্তাধকারী আবু নোমান শাকিল ও ১৯ বছরেরও বেশী সময়ের অভিজ্ঞ শেফ মো: ইলিয়াসের যৌথ উদ্যােগ প্রতিষ্ঠিত রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটস এর খাবারের মেনুতে থাকছে মাছ ও মাংসের রকমারী পদ, শাকসবজী ও ভর্তার বিশেষ আয়োজন। সেই সাথে প্রতিদিনের নিয়মিত পরিবেশনা সুস্বাদু কাবাব ও মিষ্টান্ন।

ভোজনরসিকদের জন্য নিয়মিত থাকছে মাত্র দশ ডলারে কম্বো স্পেশাল, যাতে রয়েছে মাংস অথবা নির্দিষ্ট মাছের তরকারী, ভাত, ভর্তা ও সুস্বাদু ডাল।

এছাড়া স্বল্প সময়ের আদেশে তাজা ভেজে দেওয়া ইলিশ ও অন্যান্য মাছ। শেফ ইলিয়াস কম্যুনিটির ভোজন রসিকদের সপরিবারে সুস্বাদু বাঙালী খাবারের স্বাদ গ্রহণে রাজধানী রেষ্টুরেন্ট এন্ড সুইটসে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন