১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে বেকারত্ব হ্রাস পাওয়ায় সোনার দাম কমেছে

যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক বেকার সংখ্যা অপ্রত্যাশিতভাবে নেমে যাওয়ার বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সোনার দাম কমেছে। বিনিয়োগকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সম্পর্কিত মূল ডেটা আসার অপেক্ষায় আছেন, কারণ এই ডেটা ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নির্ধারণের প্রভাব ফেলতে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৭৩৯.৪২ ডলারে দাঁড়িয়েছে। যা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড দামে সর্বোচ্চ ৩ হাজার ৭৯০.৮২ ডলারে পৌঁছেছিল।

গত সপ্তাহ যুক্তরাষ্ট্রে নতুন বেকারত্ব দাবি করা মানুষের সংখ্যা কমলেও কর্মসংস্থানের ধীরগতির কারণে শ্রম বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি আগের তুলনায় এখন শক্তিশালী।

জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, যেখানে আমরা বেকারত্বের প্রত্যাশা করে ছিলাম ২ লাখ ৩৫ হাজার সেখানে বেকার সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার। তবে সামগ্রিকভাবে এটি বাজার পরিবর্তনের জন্য যথেষ্ট না।

তিনি বলেন, সোনার জন্য সবচেয়ে বড় স্বল্পমেয়াদী ঝুঁকি হলো পিসিই ইনডেক্স (মুদ্রাস্ফীতি) বেশি থাকা। যদি উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ডলারের মান বাড়ে তা সাময়িকভাবে সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।