১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষের পাতা

ট্রাম্প ‘অ্যাটেনশন সিকার’ বললেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল

ট্রাম্প ‘অ্যাটেনশন সিকার’ বললেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘অ্যাটেনশন সিকার’ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন জার্মানির সবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। গ্রিক সংবাদপত্র ক্যাথিমেরিনি-এর প্রকাশিত তার স্মৃতিকথা ‘ফ্রিডম’-এর গ্রিক অনুবাদ প্রচারের জন্য অ্যাথেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কেল এমন মন্তব্য করেন।

অ্যাঞ্জেলা মার্কেল বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সব সময় নিজের দিকে মনোযোগ আকর্ষণ করতে চান। তিনি এটাই চান: তিনি বিভ্রান্ত করতে এবং সবাইকে তার দিকে মনোযোগ দিতে। ’ তিনি বলেন, ‘শুল্ক নিয়ে তিনি যা করছেন তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত, তাকে মার্কিন জনগণের জন্য ভালো ফলাফল দিতে হবে। তাকে তার ক্ষমতা প্রমাণ করতে হবে, অন্তত তার নিজের দেশের জন্য। ’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয়দের একতাবদ্ধ থাকতে হবে এবং ট্রাম্প যখন ব্লকের ওপর আরও শুল্ক আরোপ করেন তখন ভয় পাওয়া উচিত নয়, তবে আমাদের নিজস্ব শুল্ক দিয়ে প্রতিশোধ নেওয়া উচিত। মার্কেল বলেন, ‘আমি বলছি না যে আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত, কিন্তু আমাদের অবশ্যই আলোচনা করতে হবে। এমনকি যুক্তরাষ্ট্রও একা টিকে থাকতে পারবে না। ’