২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

ভারতের মাটি থেকে…’, গুরুতর অভিযোগ ইউনূস সরকারের, দিল্লি বলল ‘এমন কিছু জানি না’

ভারতের মাটি থেকে…’, গুরুতর অভিযোগ ইউনূস সরকারের, দিল্লি বলল ‘এমন কিছু জানি না’

শেখ হাসিনার দল আওয়ামি লিগ ভারতের মাটি থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বুধবারই অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক। তবে এই অভিযোগ উড়িয়ে দিল ভারত সরকার। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ড থেকে কোনও বাংলাদেশ-বিরোধী কর্মকাণ্ডের বিষয়ে খবর নেই ভারত সরকারের কাছে। আরও বলা হয়েছে কোনও বিদেশি রাজনৈতিক দলকে ভারতের মাটিতে কাজ করার অনুমতি দেওয়া হয় না। ঢাকার অভিযোগগুলিকে ‘মিসপ্লেসড’ বলেছে নয়াদিল্লি।

শুধু তাই নয়, বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘জনগণের ইচ্ছা এবং জনাদেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে।’

এ দিন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি জারি করে দাবি করা হয়, নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশ আওয়ামি লিগ বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। ভারতে তারা কার্যালয় স্থাপন করেছে বলেও দাবি করা হয়েছে।

তারা বলেছে, ‘বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা-কর্মীদের, যাঁরা আইনত বা অবৈধ ভাবে ভারতে থেকে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, এমন যে কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপ, যার মধ্যে কার্যালয় স্থাপনও রয়েছে, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্পষ্ট অবমাননা।’

বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার আরও জানিয়েছে, ভারতের সঙ্গে ‘পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা’র ভিত্তিতে বাংলাদেশের ‘সু-প্রতিবেশীসুলভ সম্পর্ক’ রয়েছে। ভারতে বসে আওয়ামি লিগ বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালানোয় সেই সম্পর্কের ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বাংলাদেশে যে ‘রাজনৈতিক রূপান্তর’ চলছে, তার উপর এর গুরুতর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে ঢাকা। তাই ভারত সরকারকে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করার অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামি লিগের রাজনৈতিক কার্যালয়গুলি অবিলম্বে বন্ধ করে দেওয়ার অনুরোধও করা হয়।

বাংলাদেশ সরকারের এই অভিযোগ অবশ্য নতুন নয়। এ দিন তারা সরকারি ভাবে প্রেস বিবৃতি জারি করলেও, বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ সরকার এবং সরকার ঘনিষ্ঠরা বাতাসে ভাসিয়ে দিচ্ছেন ভারতে নাকি কার্যালয় খুলেছে আওয়ামি লিগ।

এই প্রেক্ষিতে গত ১০ অগস্ট একটি লিখিত বিবৃতি জারি করে এই সকল অভিযোগ উড়িয়ে দিয়েছিল আওয়ামি লিগ। কলকাতায় তাদের কার্যালয় খোলার সংবাদকে ‘অপপ্রচার’ বলে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল। এই সংক্রান্ত খবরকে ‘শতভাগ ভিত্তিহীন, ও মিথ্যাচার’ বলা হয়েছিল।

আওয়ামি লিগ আরও বলেছিল, ‘ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামি লিগের কার্যালয় খোলার প্রশ্নই আসে না। বাংলাদেশ আওয়ামি লিগ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামি লিগের সবকিছু শতভাগ বাংলাদেশ কেন্দ্রিক।’ সংবাদসুত্র এই সময়.কম