নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ০১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ০১:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র

ইরান সরকারের প্রথম নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

ইরান সরকারে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক মন্ত্রিসভা বৈঠকে ওই নারীকে নিয়োগ দেন। স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরান সরকারের প্রথম নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি। তিনি মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

৫৪ বছর বয়সী মোহাজেরানি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।

মোহাজেরানি ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন।

এদিকে গত সপ্তাহে শিনা আনসারি নামের এক নারীকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান। সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন।

শেয়ার করুন