যুক্তরাষ্ট্রে পেনসেলভেনিয়া ষ্টেটের প্রধান ট্রান্সপোর্টেশন কোম্পানি “সেপটা”র মার্কেট-ফ্রাংকফোর্ড লাইনে ট্রেন অপারেটর হিসেবে কাজ করছেন এক বাংলাদেশি বংশোদ্ভুত মহিলা আসমা সোনিয়া, যা সেপটার ১২৫ বছরের ইতিহাসে বাংলাদেশি বংশোদ্ভুত, মহিলা মুসলিম হিসেবে প্রথম।
চট্টগ্রামের মেয়ে আসমা সোনিয়া, যিনি প্রবাস জীবনের বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজ সফলতার শীর্ষে অবস্থান করছেন। আসমা সোনিয়া শুধু পেনসেলভেনিয়ার বাংলাদেশিদের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁকে অনুসরণ করে ভবিষ্যতে বাংলাদেশী মহিলারা এই ধরণের চ্যালেন্জিং কাজে যোগদানে উৎসাহিত বোধ করবেন।