বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন কার্যকর হবে না।
যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হলে আগে গণভোট আয়োজন করতে হবে। গণভোট ছাড়া নির্বাচনের কোনো বাস্তব মূল্য থাকবে না।’
তিনি আরও বলেন, ‘দেশে এখন সর্বত্র অবিচার ও বৈষম্য বিরাজ করছে। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্ত হতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ বদলে দিতে হবে। আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে কাউকেই অবিচার সহ্য করতে হবে না।’
জামায়াত আমির জানান, তাদের দলীয় ঘোষণাপত্র বা মেনিফেস্টো প্রস্তুত আছে, তবে নির্বাচনী ঘোষণা না আসা পর্যন্ত এর বিস্তারিত প্রকাশ করা হবে না। তিনি বলেন, ‘আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জাতিকে বিভ্রান্ত করব না। আমাদের পরিকল্পনা বাস্তবভিত্তিক, সেটি মেনিফেস্টো প্রকাশের সময় জানানো হবে।’
দেশে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই মাসের পরিবর্তনের মধ্য দিয়ে জনগণ নতুন আশার বার্তা পেয়েছে। সমাজ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে, ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান অব্যাহত থাকবে। জামায়াত এই লড়াইয়ে জনগণের পাশে থাকবে।’ একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার নজরুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।