৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে জানালেন ইসি আনোয়ারুল

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে জানালেন ইসি আনোয়ারুল

বাংলাদেশেরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ইসি বলেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।’

৩১ অক্টোবর শুক্রবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি বলেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে না পরে গণভোট অনুষ্ঠিত হবে, তা নিয়ে নির্বাচন কমিশন এখনো আলোচনা করেনি। এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। চূড়ান্ত হওয়ার পরে সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করা হবে।’

পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’ সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে। নভেম্বর মাসে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে এবং কারাবন্দী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।