৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিষ্টি কুমড়া দিয়ে ডিম

মিষ্টি কুমড়ার ভাজি বা ছোট চিংড়ি দিয়ে কুমড়ার তরকারি-তো অনেক হল। এবার না হয় রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে হয়ে যাক ডিম কুমড়ার ব্যঞ্জন।

উপকরণ: গকচি সবুজ মিষ্টি কুমড়া ১টি, পেঁয়াজ কুচি আধাকাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩টি, তেজপাতা ১টি, তেল আধা কাপ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো

প্রণালী: প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর মিষ্টি কুমড়া চৌক করে কেটে নিন।

এবার চুলায় প্যান বসিয়ে অল্প তেল দিন। গরম হলে ডিমে সামন্য হলুদ মাখিয়ে লাল করে ভেজে উঠিয়ে নিন।

এবার বাকি তেল ঢেলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে একটু পানি যোগ করে একে একে সব মসলার উপকরণ দিয়ে কষিয়ে মিষ্টি কুমড়া দিন।কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে ডিম দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন।

একটি সুন্দর পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার ডিম কুমড়ার তরকারি।