১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৭ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে দুর্গোৎসব

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্‌সব দুর্গা পুজা নিউ ইয়র্কে শুরু হবে তিথি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শনিবার। উৎসবের সূচনা হয় ভৈরবী রাগে মহালয়ার চন্ডীঠের মধ্য দিয়ে। এ বছর মহালয়া হবে আসছে রবিবার ২৮ সেপ্টেম্বর ভোরে। ২৭ সেপ্টেম্বর শনিবার। এই দিন ষষ্ঠী। আর শেষ হবে ১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে। এ বছর দুর্গার আগমন গজে আর গমন ভেলায়।নিউইয়র্ক সিটিতে এ বছরও অনেকগুলো দুর্গোৎসব হবে।

বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক : দুর্গোৎসব হবে ২৭ ও ২৮ সেপ্টেম্বর শনি ও রবিবার ফ্লোরাল পার্কের গোল্ডেন ইয়ার্স পার্টি হলে (২৫৮-২০ হিলসাইড এভেনিউ)। সভাপতি প‚র্ণচন্দ্র মুখার্জি ও সাধারণ সম্পাদক রীনা সাহা জানান, দুইদিন ব্যাপি শারদ উৎসবের পুজা, আরতী, মহাপ্রসাদ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শান্তনু ভৌমিক, পায়েল সরকার, দেবারতি ভট্টাচার্য, বিন্দু কণা, স্বপ্নীল সজীব, শিবাণী রয় ঘোষ, উদীপ্ত প্রমুখ। নৃত্য পরিবেশন কবে বাফার শিল্পীরা।

সার্বজনীন পজা উদযাপন পরিষদ ইউএসএস : দুর্গোৎসব শুরু হবে ২৭ সেপ্টেম্বর শনিবার আর মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমীর পর ১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে গিয়ে শেষ হবে। পুজা হবে উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দিরের দোতালায়। শারদীয় উৎসবে প্রতিদিনই থাকবে মহাপ্রসাদ বিতরণী, সান্ধ্য পুজা আরতি। বিজয়া দশমীতে হবে মহিলাদের সিঁদুর দান। বিশিষ্ট ও জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন প্রতিদিন সন্ধ্যায়।

বাংলাদেশ পজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক : দুর্গা পুজার আয়োজন করবে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উডসাইডের কুইন্স প্যালেসে। এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন কৃষ্ণা তিথি, দেবারতি ভট্টাচার্য, স্বপ্নীল সজীব, রুদ্রনীল দাস রুপাই, রাজীব প্রমুখ।