নিউইয়র্ক     সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যে পানীয় কিডনি-লিভারের স্বাস্থ্য ভালো রাখবে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

ফলো করুন-
যে পানীয় কিডনি-লিভারের স্বাস্থ্য ভালো রাখবে

বর্তমানে মানব দেহে অল্প বয়সেই জাঁকিয়ে বসছে বিভিন্ন জটিল রোগ। এর কারণ হিসেবে ধরা হয় অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া, শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তাসহ আরো অনেক অনিয়ম। যার প্রভাব পড়ে কিডনি, লিভারসহ সার্বিক সুস্থতায়। সে ক্ষেত্রে নিয়মিত মুঠো মুঠো ওষুধ খেয়েও সব সময় লাভ হয় না। চিকিৎসার পাশাপাশি ঘরোয়া একটি পানীয়তে চুমুক দিলেই ম্যাজিকের মতো ফল পেতে পারেন আপনিও। শুনতে অবিশ্বাস্য লাগলেও হাতের কাছের কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই পানীয় শরীরকে সুস্থ রাখতে দারুণ কার্যকর। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হলো কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণসহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। একইভাবে লিভারের কার্যকারিতা ঠিক রাখাও জরুরি। লিভার থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করাই হলো ডিটক্সিফিকেশন। যার ফলে ঠিকমতো কাজ করতে পারে লিভার।

আর কিডনি, লিভারকে সুস্থ রাখাসহ শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে একটি পানীয়। কিভাবে সহজ উপায়ে এই পানীয় তৈরি করবেন, তা জেনে নিন আজকের প্রতিবেদনে।

যেভাবে তৈরি করবেন
প্রথমে দুটি লেবু কয়েক টুকরা কেটে নিন। এরপর ছোট আকারে রসুনের টুকরা করুন। এবার এতে এক চা চামচ হলুদ, এক চিমটে গোলমরিচ ভালো করে মিশিয়ে নিন। একটি প্যানে হাফ লিটার পানি নিয়ে তাতে সমস্ত উপকরণ মেশান। গ্যাসের আঁচ বাড়িয়ে অন্তত ১০ মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিলেই তৈরি ম্যাজিক পানীয়। পানীয়টি সামান্য ঠাণ্ডা হলে চাইলে মধু মিশিয়েও খেতে পারেন। খালি পেটে এই পানীয় এক কাপ খেলেই শরীরের ওপর দারুণ প্রভাব পড়বে। মাত্র ২ সপ্তাহে পরিষ্কার হবে কিডনি, তরতরিয়ে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। লিভারের সমস্ত টক্সিনকে নিংড়ে বের করবে, দূর হবে হজমের সমস্যা। এই পানীয়র জাদুতেই সঠিকভাবে কাজ করবে শরীরের সমস্ত অঙ্গ।

তবে, অবস্থার ওপর নির্ভর করে চিকিৎসকের পরামর্শ নেবেন। এই পানীয় আপনার শরীরে কোনো খারাপ প্রভাব ফেলবে কি না, তা-ও জেনে নিতে ভুলবেন না চিকিৎসকের কাছ থেকে।

শেয়ার করুন